Weather Update: নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টি, কতদিন চলবে?
আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত চলবে। তবে এই নিম্নচাপ কাটলে একটি ঘূর্ণাবর্ত তৈরী হতে পারে। যার ফলে দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত হবে।
পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে উওরবঙ্গেও আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হবে। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।