সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদম স্টেশন এলাকায় জরুরি সংস্কার কাজের জন্য শনিবার রাত ১২ টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে।

July 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ০৮.০০: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদম স্টেশন এলাকায় জরুরি সংস্কার কাজের জন্য শনিবার রাত ১২ টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে। যার জেরে শনিবার ও রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে ১৯টি লোকাল ট্রেন। এছাড়াও পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

শনিবার ট্রেন বাতিল থাকবে

১) আপ ৩২২৪৯ শিয়ালদা-ডানকুনি লোকাল

২) ডাউন ৩৩২৫২ ডানকুনি-শিয়ালদা লোকাল

রবিবার শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল থাকবে

১) আপ ডানকুনি লোকাল ৩২২১১

২) আপ ডানকুনি লোকাল ৩২২১৩

৩) আপ ডানকুনি লোকাল ৩২২১৫

৪) আপ ডানকুনি লোকাল ৩২২১৭

৫) আপ ডানকুনি লোকাল ৩২২১৯

৬) ডাউন ডানকুনি লোকাল ৩২২১২

৭) ডাউন ডানকুনি লোকাল ৩২২১৪

৮) ডাউন ডানকুনি লোকাল ৩২২১৬

৯) ডাউন ডানকুনি লোকাল ৩২২১৮

১০) ডাউন ডানকুনি লোকাল ৩২২২০

১১) শিয়ালদা-হারবা লোকাল: আপ ৩৩৬৫৩ এবং ডাউন ৩৩৬৫৪

১২) শিয়ালদা-দত্তপুকুর লোকাল: ডাউন ৩৩৬১২

১৩) শিয়ালদা-বনগাঁ লোকাল: আপ ৩৩৮১৭ এবং ডাউন ৩৩৮২৪

১৪) শিয়ালদা-বারাসত লোকাল: আপ ৩৩৪৩১ এবং ডাউন ৩৩৪৩২

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে

১) ডাউন ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদা লোকাল: দমদম জংশন পর্যন্ত আসবে

২) আপ ৩৩৮১৩ শিয়ালদা-বনগাঁ লোকাল: শিয়ালদার পরিবর্তে দমদম থেকে ছাড়বে

৩) ডাউন ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদা লোকাল: বারাসত পর্যন্ত আসবে

৪) আপ ৩৩৮১৫ শিয়ালদা-বনগাঁ লোকাল: বারাসত থেকে ছাড়বে

লক্ষ্মীকান্তপুর-নামখানা সেকশনে শনিবার রাত ১২টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ১০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে। ফলস্বরূপ রবিবার আপ ৩৪৯৩৫ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল এবং ডাউন ৩৪৯১৪ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen