‘চা শিল্পপতি’ হওয়ার লক্ষ্যে তারকা চা বিক্রেতা ‘ডলি চায়ওয়ালা’ শুরু করতে চলেছে ফ্র্যাঞ্চাইজি
কোটিপতি বিল গেটসকে চা খাওয়ানো, তাও আবার রাস্তার দোকান থেকে, মোটেই চাট্টিখানি কথা নয়।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১২.৩০: কোটিপতি বিল গেটসকে চা খাওয়ানো, তাও আবার রাস্তার দোকান থেকে, মোটেই চাট্টিখানি কথা নয়। কিন্তু তাই করে দেখিয়েছিলেন নাগপুরের একজন চা বিক্রেতা, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, আর তার সুবাদেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তার নামডাক।
চা বিক্রেতার নাম ‘ডলি চায়ওয়ালা’। আসল নাম সুনীল পাতিল, যাঁকে বিল গেটসকে নিজস্ব কায়দায় চা বানিয়ে খাওয়ানোর ইনস্টাগ্রাম রিল ( যা গেটস নিজেই পোস্ট করেছিলেন) এনে দিয়েছে নেট দুনিয়ায় খ্যাতি।
এই খ্যাতির ওপর ভরসা করেই এবার ডলি চায়ওয়ালা খুলতে চলেছে তার চা ব্র্যান্ড, ‘ডলি কি টাপরি’-র সর্বভারতীয় ফ্র্যাঞ্চাইজি। তিনি খবরটা দিয়েছেন ইনস্টাগ্রামের মাধ্যমে, যেখানে পোস্ট করেছেন:
“এটি ভারতের প্রথম ভাইরাল স্ট্রিট ব্র্যান্ড — আর এখন … এটি একটি ব্যবসার সুযোগ। ঠেলাগাড়ি থেকে শুরু করে ফ্ল্যাগশিপ ক্যাফে — আমরা সারা দেশে লঞ্চ করছি এবং খুঁজছি এমন সব মানুষকে, যাদের মধ্যে আছে সত্যিকারের উন্মাদনা ও স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা। যদি আপনি কখনও কিছু বড়, কিছু দেশীয়, কিছু সত্যিকারের কিংবদন্তি গড়ে তুলতে চেয়ে থাকেন — তবে এটাই আপনার সময়। শহর সীমিত। কিন্তু চা অগণিত। আবেদন শুরু হয়ে গেছে।”
অর্থাৎ সীমিত কিছু শহরে এই ফ্র্যাঞ্চাইজি খোলার সুযোগ পাওয়া যাবে।
ফর্ম ভরার লিঙ্ক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScAZxKhkEDOWb71r45ysHfkXnBB87P2C-l50Rr_tqo6UjjpHA/viewform?pli=1
ফর্মে তিন ধরনের ফ্র্যাঞ্চাইজি খোলার কথা বলা আছে —
- ‘স্টাল ফরম্যাট’, যার জন্য খরচ করতে হবে ৪.৫ থেকে ৬ লক্ষ টাকা
- ‘স্টোর ফরম্যাট’, যার জন্য খরচ করতে হবে ২০ থেকে ২২ লক্ষ টাকা
- ‘ফ্ল্যাগশিপ স্টোর’, যার জন্য খরচ করতে হবে ৩৯ থেকে ৪৩ লক্ষ টাকা
এই বিজ্ঞাপনের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া এসেছে — কিছু ভালো, কিছু মন্দ।
তবে অস্বীকার করার উপায় নেই, ডলি চায়ওয়ালা এক বছরের কিছু বেশী সময়ে অতিক্রম করেছে বৃহৎ একটি পথ। এখন এই ফ্র্যাঞ্চাইজি ব্যবসার দ্বারা কি কোটিপতি হতে পারবেন তাঁর ‘স্টার কাস্টমার’ বিল গেটসের মতন? অপেক্ষা করতে হবে।