বিএলওদের প্রশিক্ষণ শুরু কমিশনের, বাংলায় SIR-র প্রস্তুতি?

July 26, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৪: বুথ লেভেল আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করল নির্বাচন কমিশন। শনিবার নজরুল মঞ্চে নদিয়া, দুই ২৪ পরগণা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক ব্লকের বিএলও-দের প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিএলও (BLO) এবং সুপারভাইজারদের ন্যূনতম বাৎসরিক বেতন একধাক্কায় প্রায় দ্বিগুণ বেড়েছে। তার ওপর ইতিমধ্যে শুরু হয়েছে তাঁদের বিশেষ ট্রেনিং (Special Training)। স্বভাবতই জল্পনা, বিহারের পর বাংলাতেও হবে এসআইআর (SIR)। শুক্রবার এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) জানিয়েছিলেন, সাধারণ পদ্ধতিতে ট্রেনিং হচ্ছে, এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে শনিবার তাঁর মন্তব্যে বড় ইঙ্গিত মিলল।

শুক্রবারই জানা গেছিল, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যজুড়ে ট্রেনিং শেষ হবে বিএলও-দের। শুক্রবার পূর্ব বর্ধমানে ট্রেনিং হয়েছে, শনিবার কলকাতায় ট্রেনিং। রবিবার ট্রেনিং হবে মেদিনীপুরে, ২৮ তারিখ জলপাইগুড়িতে। সূত্রের খবর, অগস্ট মাস থেকেই বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন হতে পারে।
এই পরিস্থিতিতে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও জানালেন, ‘আমরা প্রত্যেক বিএলও-কে ট্রেনিং দেব। সবকিছুর জন্য প্রস্তুত।’ তাঁর সাফ কথায়, ”এসআইআর তো একবার করতেই হবে। এ তো আগেও অনেকবার হয়েছে। আমাদের সিলেবাসে প্রত্যেক জিনিসই থাকবে। তবে এমন নয় যে, এসআইআরের জন্যই ট্রেনিং হচ্ছে।”

ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গেও বিহারের মতোই ‘বিশেষ অভিযানের’ আশঙ্কায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বাংলার শাসক দল। রাজ্যে যে নিবিড় সংশোধন হতে চলেছে, তেমন কোনও ঘোষণা সরকারিভাবে কমিশন করেনি। কিন্তু কমিশনের একাধিক পদক্ষেপে জল্পনা, রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যার প্রথম ধাপ বুথ লেভেলে আধিকারিক বা বিএলও-দের প্রশিক্ষণ।

বৃহস্পতিবার রাজ্য সরকারকে এক চিঠিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বুথ লেভেল অফিসার (বিএলও) এবং তাঁদের তদারকদের বেতনবৃদ্ধি ও বিশেষ অভিযানের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা ‘ইনটেনসিভ’ ব্যবস্থা করতে হবে। ২০১৫ সালে নির্ধারিত ওই ভাতার পরিমাণ সংশোধন করে বিএলও-দের জন্য বার্ষিক ১২,০০০ টাকা এবং তত্ত্বাবধায়কদের জন্য ১৮,০০০ টাকা ভাতার কথা বলা হয়েছে চিঠিতে। সেইসঙ্গে ‘বিশেষ সারসংক্ষেপ সংশোধন (এসএসআর) বা বিশেষ সংশোধন (এসআর) অথবা অন্য কোনও বিশেষ অভিযানের’ জন্য আলাদা ভাবে ২,০০০ টাকা বরাদ্দের নির্দেশও দিয়েছে কমিশন, যদিও সেই ‘বিশেষ অভিযানে’র ব্যাখ্যা দেওয়া হয়নি চিঠিতে। এই চিঠির সময়টি নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষে বলা হয়েছে, নির্বাচন কমিশন সব ভোটমুখী রাজ্যে বিজেপিকে সাহায্য করার জন্য কাজ করছে। বাংলাতেও সামনে ভোট। সেই চেষ্টা ওরা করবে। কিন্তু বাংলায় কাজটা সহজ হবে না। কারণ রাজ্যের প্রতিটি বুথে তৃণমূলের সংগঠন রয়েছে। প্রত্যেক বৈধ ভোটারের সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে। পশ্চিমবঙ্গে এই ষড়যন্ত্র কাজে দেবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen