অভিনব উদ্যোগ! দেশরক্ষায় জওয়ান, পরিবার রক্ষায় আদালত

July 26, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪০: কাশ্মীরের সীমান্তে যখন একের পর এক গুলির লড়াইয়ে দেশ রক্ষায় ব্যস্ত আমাদের বীর জওয়ানরা , তখন দেশের নিরাপত্তায় আত্মনিয়োগ করা জওয়ানদের পরিবারেরা অনেক সময় থেকে যায় অনিশ্চয়তার মধ্যে। সীমান্তে শত্রুদেশের হাত থেকে নিজের দেশের রক্ষার কাজে নিয়োগ থাকায় তাঁদের পক্ষে সশরীরে উপস্থিত থেকে নিজেদের ব্যক্তিগত আদালতের কাজে যুক্ত থাকা প্রায় অসম্ভব হয়ে পরে । আর সেই অনুপস্থিতিতেই অনেক সময় তাঁদের পরিবার পড়ে যায় বিরাট আইনি জটিলতায়। হয় সেই মামলা দিনের’পর দিন দীর্ঘায়িত হয়, নয়তো বা পরিবার হারায় অধিকার। সেই সমস্যার সমাধানে করতে এবার এগিয়ে এল ভারতীয় বিচারব্যবস্থা।

‘নালসা বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫’ নামের এক নতুন প্রকল্পের সূচনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি কনফারেন্সে এই প্রকল্পের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা(Omar Abdullah) সহ কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ও লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। বিচারপতি কান্ত, যিনি ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা ‘নালসা’র এগজিকিউটিভ চেয়ারম্যান, তিনি জানিয়েছেন— “তোমরা সীমান্তে আমাদের দেশের সেবা করো, আমরা তোমাদের পরিবারের খেয়াল রাখব।”

এই প্রকল্পের মূল অনুপ্রেরণা ছিল কিছু দিন আগে হওয়া মিশন ‘অপারেশন সিঁদুর’। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে( Kashmir-Pahalgam)জঙ্গি হামলার জবাবে ২৬ মে মধ্যরাতে ভারত যে মিশন ‘অপারেশন সিঁদুর’চালায়, যার মাধ্যমে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়। সেই সময় জওয়ানদের অসীম সাহসিকতা দেখে মুগ্ধ হন বিচারপতি কান্ত। সেই ঘটনার পরেই তাঁর মনে জন্ম হয় এই প্রকল্পের ভাবনার ।

এই উদ্যোগ নিশ্চিত করবে, দেশের জন্য প্রাণ বাজি রাখা বাহিনীর সদস্যদের পরিবারের কেউ আইনি সমস্যায় পড়লে, আদালতের দোরগোড়ায় তাঁদের কণ্ঠস্বর যাতে না হারিয়ে যায়। ঘরোয়া সমস্যা, সম্পত্তি বিবাদ, মামলা সংক্রান্ত জটিলতা— সব ক্ষেত্রেই সেনা ও আধা-সেনা বাহিনীর পরিবারের পাশে দাঁড়াবে নালসা। যারা বিএসএফ, সিআরপিএফ বা আইটিবিপির মতো বাহিনীতে কর্মরত, তাঁদের পরিবারেরাও এই সহায়তা পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen