সায়ন-ডেভিড-জেসিন ঝড়ে ছারখার মোহনবাগান! ৩-২ গোলে ইস্টবেঙ্গলের ডার্বি জয়

বহুদিন বাদে সেই চেনা উত্তাপ, চেনা উত্তেজনা।যুবভারতী হোক বা কল্যাণী, বড় ম্যাচ মানেই বাঙালির আবেগের বিস্ফোরণ!

July 26, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২০: বহুদিন বাদে সেই চেনা উত্তাপ, চেনা উত্তেজনা।যুবভারতী হোক বা কল্যাণী, বড় ম্যাচ মানেই বাঙালির আবেগের বিস্ফোরণ! এ বারও তার অন্যথা হল না। কলকাতা লিগের ডার্বি জয় ইস্টবেঙ্গলের, রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে হারালো চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে। ম্যাচের প্রতিটি মুহূর্তে পাক খাচ্ছিল ভাগ্যের চাকা, আর তাতেই জমে উঠেছিল মরশুমের প্রথম বড় ম্যাচ।

ম্যাচের শুরুতেই গোল করে লাল-হলুদ এগিয়ে দেয় জেসিন টিকে। সায়ন বন্দ্যোপাধ্যায়ের নিখুঁত পাস থেকে গোল করেন জেসিন, ঠিক এর পরে সায়ন নিজেও একটি গোল করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন। প্রথমার্ধের একেবারে শেষ লাল হলুদের প্রতি আক্রমণে বাগানের দুর্বল রক্ষণ ও গোলকিপিংয়ের সুযোগ নিয়ে এডমুন্ডের পাস থেকে সায়নের সেই গোল ইস্টবেঙ্গলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধে শুরু হয় মোহনবাগানের প্রত্যাবর্তনের লড়াই। ৬০ মিনিটে ব্যবধান কমান লেওয়ান, আর ৬৬ মিনিটে দুর্দান্ত হেডে সমতা ফেরান কিয়ান নাসিরি। সেই মুহূর্তেই পুরো ম্যাচের মোড় ঘুরে যায়। ঠিক কিছু মুহূর্ত পর তখনই বাজিমাত লাল হলুদের পাহাড়ি স্ট্রাইকার ডেভিডের! আমনের ক্রস থেকে হেডে গোল করে ফের ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তিনি।

শেষদিকে আরও একাধিক সুযোগ এলেও ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। ঠিক তেমনভাবেই মোহনবাগানও হাতছাড়া করে সহজ সুযোগ। তবে দিনের শেষে জয় পায় ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে লাল হলুদ গ্যালারিতে জ্বলে ওঠে চিরাচরিত মশাল। দর্শকের আওয়াজে ফেটে পড়ে গ্যালারি।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen