Mansa Devi Temple Stampede: হারিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৬

প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দিরে প্রবেশের সিঁড়িতে অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎই হুড়োহুড়ি পড়ে হয়, যা মুহূর্তের মধ্যে এক মর্মান্তিক পদদলনে রূপ নেয়

July 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৫৯: উত্তরাখণ্ডের (Uttarakhand) হারিদ্বারে (Haridwar) অবস্থিত মনসা দেবী মন্দিরে (Mansa Devi Temple) পদপিষ্ট হয়ে অন্তত ৬জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দিরে প্রবেশের সিঁড়িতে অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎই হুড়োহুড়ি পড়ে হয়, যা মুহূর্তের মধ্যে এক মর্মান্তিক পদদলনে রূপ নেয়।

গড়ওয়াল বিভাগের (Garhwal Division) কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানান, “মনসা দেবী মন্দিরে ভিড়ের চাপে পদদলনের ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আমি নিজে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।”

এই দুর্ঘটনায় প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উৎসবের মরসুমে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে এরকম বিপর্যয় যে ঘটতেই পারে, তা আবারও প্রমাণিত হল।

বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত (investigation) শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen