NCERT-র পাঠ্যক্রমে Operation Sindoor, Mission Life, শুভাংশুর মহাকাশযাত্রা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের কর্মসূচি ‘মিশন লাইফ’ (Mission Life) সম্পর্কেও বিস্তারিত তথ্য থাকবে বলে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৩৮: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-র (NCERT) পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে অপারেশন সিঁদুর (Operation Sindoor)। শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) সাম্প্রতিক মহাকাশযাত্রাও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলে শিক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
বর্তমানে NCERT দুটি মডিউল তৈরি করছে। প্রথম মডিউলটি তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়টি মডিউল তৈরি করা হচ্ছে। প্রতিটি মডিউল হতে চলেছে আট থেকে দশ পৃষ্ঠার। মডিউলগুলিতে ভারতের সামরিক অভিযানের মাইলফলকগুলি তুলে ধরা হবে। পাঠ্যসূচিতে অভিযানের নির্দিষ্ট অপারেশনাল বিবরণ গোপন থাকবে বলেই জানা গিয়েছে।
মডিউলগুলিতে ভারতের মহাকাশ অভিযানের বিস্তারিত বিবরণও তুলে ধরা হচ্ছে। চন্দ্রযান, আদিত্য এল১ এবং ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার অ্যাক্সিওম মিশন ৪-এর আইএসএস(ISS) -এ পৌঁছনোর মতো গুরুত্বপূর্ণ অভিযানগুলির বিবরণ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের কর্মসূচি ‘মিশন লাইফ’ (Mission Life) সম্পর্কেও বিস্তারিত তথ্য থাকবে বলে জানা গিয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই মিশনের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হবে