যেন ২০০১-র VVS আর Dravid, ম্যাঞ্চেস্টারে কোন কোন নজির গড়লেন Rahul আর Gill?
চলতি সিরিজে এখনও পর্যন্ত ৫০৮ রান করেছেন রাহুল। ৫৫ বছর পর এই প্রথম ভারতীয় দলের দুই ব্যাটার অ্যাওয়ে টেস্ট সিরিজে ৫০০-র বেশি রান করলেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.০০: দুই ওপেনার ফিরে গেলেন Golden Duck-এ, সামনে রানের পাহাড়। লজ্জার ইনিংস হারের হাতছানি! নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে মরণ-বাঁচন লড়াইয়ে নেমেছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল এবং কেএল রাহুল। দিন শেষে ১৭৪ রানের জুটি, অপরাজিত হয়ে সাজঘরে ফিরলেন দুই ব্যাটার। ফলে ম্যাঞ্চেস্টার টেস্ট বাঁচানোর ক্ষীণ আশা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দুজনেই গড়লেন একাধিক নজির।
চলতি সিরিজে গিল এবং রাহুল দুজনেই পাঁচশোর বেশি রান করে ফেলেছেন।
চলতি সিরিজে ৬৯৭ রান করে সর্বোচ্চ স্কোরার গিল। চলতি সিরিজে এখনও পর্যন্ত ৫০৮ রান করেছেন রাহুল। ৫৫ বছর পর এই প্রথম ভারতীয় দলের দুই ব্যাটার অ্যাওয়ে টেস্ট সিরিজে ৫০০-র বেশি রান করলেন।
গতকাল শূন্য রানে দুই উইকেট হারানোর পর ১৭৪ রানের জুটি গড়েছেন গিল-রাহুল। শূন্য রানে দুই উইকেট খুইয়ে এটাই ভারতীয় ব্যাটারদের সর্বাধিক রানের জুটি।
এশীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার নজির গড়ে ফেলেছেন গিল।
ম্যাঞ্চেস্টারে টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মালিক হওয়ার নজির গড়েছেন রাহুল