পার্ক স্ট্রিটে হঠাৎ ধস, এড়ানো গেছে দুর্ঘটনা

গত কয়েকদিন টানা বৃষ্টি চলছে। বর্ষাকালে শহরের বিভিন্ন প্রান্তে এমন ধস নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হল পার্ক স্ট্রিটও।

July 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Sudden landslide on Park Street, accident averted
Sudden landslide on Park Street, accident averted

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৫: শহর কলকাতার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা পার্ক স্ট্রিটে শনিবার রাতে হঠাৎ ধসে পড়ল রাস্তার একাংশ। রাত ৯টা নাগাদ অ্যালেন পার্ক সিগন্যালের কাছে রাস্তায় বড়সড় গর্ত তৈরি হয়, যা ঘিরে মুহূর্তের মধ্যেআতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।

ভাগ্যক্রমে, সেইসময় রাস্তায় যান চলাচল কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির চালকরা দূর থেকেই গর্তটি দেখে সতর্ক হয়ে যান। খবর পেয়ে KMC-র আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয়দের দাবি, আগেও ওই এলাকায় ছোটখাটো গর্ত তৈরি হয়েছিল, তবে তখন তা শুধু সাময়িকভাবে মেরামত করা হয়। এবার সেই একই জায়গায় ফের ধস নামায় প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণ নিয়ে।

গত কয়েকদিনের টানা বৃষ্টি চলছে। বর্ষাকালে শহরের বিভিন্ন প্রান্তে এমন ধস নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হল পার্ক স্ট্রিটও। কলকাতার অনেক রাস্তার নীচে গঙ্গার নরম মাটি থাকায় বৃষ্টির সময় ধসের ঝুঁকি থেকে যায়। আপাতত টানা কয়েকদিন রোদ থাকলেই তবেই, দ্রুত সব রাস্তা মেরামত করা হবে বলে জানিয়েছে পুরসভা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen