BJP Scam: মহারাষ্ট্রে ‘লাড়কি বহীন’ যোজনায় বিশাল কেলেঙ্কারি, ১৪ হাজারের বেশি পুরুষ ভুয়োভাবে ভাতা নিয়েছেন
১৪,২৯৮জন পুরুষ নিজেদের পরিচয় জাল করে ‘লাড়কি বহীন যোজনা’র সুবিধা নিয়েছেন, যার ফলে মহারাষ্ট্রের কোষাগারের ₹২১.৪৪ কোটির ক্ষতি হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি (Mahayuti) জোট সরকারের মুখ্য প্রকল্প ‘লাড়কি বহীন যোজনা’-য় (Ladki Bahin Yojana) এক বিশাল কেলেঙ্কারি সামনে এসেছে। মহারাষ্ট্রের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে, ১৪,২৯৮জন পুরুষ নিজেদের পরিচয় জাল করে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন, যার ফলে সেই রাজ্যের কোষাগারের ₹২১.৪৪ কোটির ক্ষতি হয়েছে।
‘লাড়কি বহীন যোজনা’ মূলত ২১ থেকে ৬৫ বছর বয়সী নিম্ন আয়ের মহিলাদের জন্য চালু করা হয়েছিল। প্রতি মাসে ₹১,৫০০ করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয় তাঁদের পুষ্টি, স্বাস্থ্য এবং সামগ্রিক কল্যাণের জন্য। এই প্রকল্প বিজেপি-মহাযুতি জোটকে গত বিধানসভা নির্বাচনে বড় লাভ দেয়।
কিন্তু এখন দেখা যাচ্ছে, পুরুষরাই পরিচয় গোপন করে এই ভাতা ১০ মাস ধরে নিয়েছেন। সরকারি রিপোর্ট বলছে, শুধুমাত্র এই ১৪ হাজারের বেশি ভুয়ো পুরুষ উপভোক্তার কারণে মহারাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে ₹২১.৪৪ কোটি। তবে আরও আশঙ্কাজনক তথ্য হল – গত ১২ মাসে লক্ষাধিক অযোগ্য ব্যক্তি ভাতা পেয়েছেন, যার কারণে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ₹১,৬৪০ কোটিতে।
বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ঘটনাকে বিজেপি-মহাযুতি সরকারের দুর্নীতি বলে আখ্যা দিয়েছে। তাঁদের অভিযোগ, এই প্রকল্প শুধু ভোট টানার জন্য চালু করা হয়েছিল, বাস্তবে তাতে দুর্নীতি, অব্যবস্থা আর ভুয়ো উপভোক্তাদের ছড়াছড়ি।
যেখানে প্রকৃত দরিদ্র ও প্রান্তিক মহিলারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষায়, সেখানে পুরুষদের ভুয়ো আবেদনের মাধ্যমে বিপুল অর্থ লোপাট হওয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে জনমানসে ক্ষোভ ছড়িয়েছে।