Operation Sindoor নিয়ে আজ লোকসভায় বিশেষ আলোচনা, রণকৌশল নির্ধারণে বৈঠকে INDIA শিবির

বাদল অধিবেশনের প্রথম সপ্তাহে কার্যত অচল ছিল দুই কক্ষ। মনে করা হচ্ছে, আজ থেকে অচলাবস্থা কাটবে।

July 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: বাদল অধিবেশনের প্রথম সপ্তাহে কার্যত অচল ছিল দুই কক্ষ। মনে করা হচ্ছে, আজ থেকে অচলাবস্থা কাটবে। আজ, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ১৬ ঘণ্টার বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে লোকসভায়। পহেলগাঁও জঙ্গি হামলা এবং তার পর পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দীর্ঘ দিন ধরেই আলোচনার দাবি তুলছিল বিরোধী দলগুলি। কংগ্রেস, তৃণমূল সহ একাধিক দল থেকে লিখিত আবেদন জানানো হয়েছিল। তারপর বিজনেস অ্যাডভাইসরি কমিটি সংসদে এই বিষয়ে বিশেষ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার লোকসভায় এবং মঙ্গলবার রাজ্যসভাতে এ বিষয়ে আলোচনা হবে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আজ অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা শুরু করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রধানমন্ত্রী মোদী এই আলোচনায় যোগ দেবেন কি-না, এখনও স্পষ্ট নয়। কেন্দ্রের তরফে সংসদের আলোচনায় যোগ দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, নিশিকান্ত দুবেরা আলোচনায় থাকতে পারেন। জানা যাচ্ছে, টিডিপিকে আলোচনায় আধঘণ্টা দেওয়া হয়েছে। তাদের দুই সাংসদ আলোচনায় যোগ দিতে পারেন।

শোনা যাচ্ছে, বিরোধীদের তরফে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার আলোচনায় যোগ দিতে পারেন। তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবারের আলোচনায় যোগ দিতে পারেন। এছাড়া কংগ্রেস নেতা গৌরব গগৈ, মনীশ তিওয়ারি, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এনসিপির সুপ্রিয়া সুলে থাকতে পারেন আলোচনায়।

অপারেশন সিঁদুর নিয়ে সংসদের বিশেষ আলোচনায় কৌশল ঠিক করতে আজ, সোমবার সকাল ১০টা থেকে বিরোধী জোট ইন্ডিয়া-র সদস্যেরা বৈঠকে বসেছেন। সেই বৈঠকে উপস্থিত আছেন রাহুল গান্ধী, খড়গে, ডেরেক ও’ব্রায়েন, সঞ্জয় রাউত প্রমুখ। শোনা যাচ্ছে, ভারত-পাক সংঘর্ষবিরতি ঘিরে ট্রাম্পের দাবি নিয়ে প্রশ্ন তুলতে পারেন বিরোধীরা। অপারেশন সিঁদুরে ভারতের ক্ষয়ক্ষতির প্রসঙ্গও উঠতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen