কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সুনামির আশঙ্কা রয়েছে?

July 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: সোমবার গভীর রাতে (ইংরেজি মতে ২৯ জুলাই) বঙ্গোপসাগর ও নিকোবর দ্বীপপুঞ্জে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, প্রথম কম্পন হয় ৬.৩ মাত্রার। ভূমিকম্পটি হয় রাত ১২টা ১১ মিনিটে বঙ্গোপসাগরে, দ্বিতীয় ৬.৫ মাত্রার ভূমিকম্পটি হয় রাত ১টা ৪১ মিনিটে।

ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আন্দামান ও নিকোবর এবং আশপাশের দ্বীপপুঞ্জ গুলি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ফলে এই এলাকার মাঝে মাঝেই ভূমিকম্প হয়ে থাকে। ভূমিকম্পের ফলে সুনামির আশঙ্কাও থাকে। এদিকে মাঝরাতে এমন ভূমিকম্পের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (আইএনসিওআইএস) জানিয়েছে, এই ভূমিকম্পে ভারতে সুনামির কোনও আশঙ্কা নেই। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ভূমিকম্পে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ বা ওড়িশায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। উপকূলীয় এলাকা ও দ্বীপগুলোতে ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে, তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen