SIR: বাংলার ভোটকর্মীদের প্রশিক্ষণে কী কী নির্দেশ নির্বাচন কমিশনের?

July 29, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪২: রাজ্যে SIR শুরু হওয়া সময়ের অপেক্ষামাত্র। বাংলার বিভিন্ন ডিভিশনে ‘বুথ লেভেল অফিসার’ (BLO)-দের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে কমিশন। প্রশিক্ষণে জোর দেওয়া হয়েছে ভোটার তালিকায় ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR)-এর উপর। BLO-দের নির্দেশিকায় কমিশন মনে করিয়ে দিয়েছে, কমিশনের অধীনে তাঁদের কাজ করতে হবে। কোনও পক্ষপাত নয়। অন্যথায় কত দিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে, তাও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। কমিশন এখনও জানায়নি, কবে থেকে বাংলায় এসআইআর শুরু হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, BLO-দের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তা অতীতে হয়নি। সাফ কথায়, SIR হলে এই প্রশিক্ষণ কাজে লাগবে। গত শনিবার ছিল কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং নদিয়া (প্রেসিডেন্সি ডিভিশন) জেলার BLO-দের প্রশিক্ষণ হয় নজরুল মঞ্চে।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে BLO-দের। কোন বাড়ির কত জন সদস্য, তাঁদের মধ্যে কে মৃত, কে অন্যত্র থাকেন; নথি সহকারে সেই তথ্য সংগ্রহ করতে হবে। প্রত্যেক বাড়িতে এসআইআর সংক্রান্ত ফর্ম জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের পরে সেই ফর্ম সংগ্রহ করে কমিশনকে জমা দিতে হবে।

যদি কোনও বাড়িতে তালাবন্ধ থাকে, সেক্ষেত্রে বলা হয়েছে, এসআইআর সংক্রান্ত ফর্ম ওই নির্দিষ্ট বাড়িতে ফেলে আসতে হবে। বাড়ির কারও ফোন নম্বর সংগ্রহ করে জানাতে হবে বিষয়টি। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বাড়ি তালাবন্ধ থাকলে সেই বাড়িতে একাধিক বার যেতে হবে।

বাংলার ক্ষেত্রে এখনও কোনও নথি নির্দিষ্ট করেনি কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, অনেকগুলি নথিই থাকবে। যেকোনও একটি থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে নথিভুক্ত হবে। বঙ্গে শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। বিহারের ক্ষেত্রে কমিশন জানিয়েছিল, যাঁদের নাম ২০০৩ সালের ভোটার তালিকায় ছিল, জীবিত থাকলে তাঁদের নাম ভোটার তালিকায় থাকবে। নতুন করে কোনও নথি দিতে হবে না। বাংলার ক্ষেত্রে বলা হয়েছে, শেষ SIR-এর সময়ে (২০০২ সাল) যাঁদের নাম তালিকায় ছিল, তাঁদের নাম নতুন তালিকায় থাকবে। পরে যাঁদের নাম ভোটার তালিকায় উঠেছে, তাঁদের প্রয়োজনীয় নথি দিতে হবে।

পুরনিগম বা পুরসভা এলাকায় বাড়ির হোল্ডিং নম্বর থাকলেও পঞ্চায়েত এলাকায় বাড়ির নম্বর থাকে না। SIR প্রক্রিয়ায় BLO-দের বাড়ির নম্বর দিয়ে মানচিত্র তৈরি করতে হবে। যাঁরা কারও বাড়িতে ভাড়া থাকেন, তাঁদের নাম নথিভুক্ত করতেও বিশদ তথ্য জমা দিতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, বুথ এলাকায় প্রবীণ, বিশিষ্ট মানুষদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করতে হবে। যাঁরা জানেন, কোন পরিবারের কে অন্যত্র চলে গিয়েছেন বা মৃত। তাতে সমীক্ষার কাজ মসৃণ হবে।

ডিজিটাল প্রক্রিয়ায় প্রত্যেকের ফর্ম পূরণ করে জমা দিতে হবে বিএলওদের। ‘বিএলও অ্যাপ’ ডাউনলোড করে রাখতে হবে। তার মাধ্যমে জমা দিতে হবে তথ্য। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নেই। সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণের ফর্মও পূরণ করতে পারবেন BLO রা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen