Maharashtra: মহারাষ্ট্রে সরকারী কর্মীদের মুখে তালা! মতপ্রকাশের অধিকারে আক্রমণ বিজেপি সরকারের

মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপির (BJP) নেতৃত্বাধীন সরকার এক চাঞ্চল্যকর নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের মুখে তালা মারতে চাইছে।

July 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৮: মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপির (BJP) নেতৃত্বাধীন সরকার এক চাঞ্চল্যকর নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের মুখে তালা মারতে চাইছে। এই নতুন নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী আর ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে (social media) সরকারের নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না।

সরকারি সার্কুলারে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি কোনও কর্মচারী এই নির্দেশিকা না মানেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা (disciplinary action) নেওয়া হবে। এই নিয়মে শুধু মহারাষ্ট্র সরকারের নীতির বিরুদ্ধে নয়, কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধেও প্রকাশ্যে সমালোচনা (criticism) করা নিষিদ্ধ করা হয়েছে।

এই পদক্ষেপটি কার্যত সরকারি কর্মীদের মুখে তালা পরিয়ে দেওয়ার সামিল। বিজেপি সরকারের এই নীতি ভারতের সাংবিধানিক মতপ্রকাশের অধিকারের (freedom of speech and expression) ওপর সরাসরি আঘাত।

মহারাষ্ট্র সরকার জানিয়েছে, এর উদ্দেশ্য হল গোপন তথ্য ফাঁস রোখা, ভুয়ো খবর রোধ করা এবং সরকারি নীতির বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা। কিন্তু প্রশ্ন উঠছে – গণতান্ত্রিক দেশে একজন নাগরিক, এমনকি একজন সরকারি কর্মচারীরও কী কোনও মত থাকবে না?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen