SIR: ‘ভোট চুরি’ বন্ধের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৪: চলছে বাদল অধিবেশন। বিহারে SIR নিয়ে দফায় দফায় উত্তাল হচ্ছে সংসদ চলতি অধিবেশন। SIR বাতিলের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন ইন্ডিয়া শিবিরের সাংসদেরা। আজ মঙ্গলবার সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে ফের SIR-এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা।
বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্যসচেতক নাদিমূল হক, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার সাংসদ বাপি হালদার ও মহুয়া মৈত্র। প্রত্যেকের হাতেই ছিল, ‘ভোট চুরি বন্ধ করো’, ‘Stop Vote Loot’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড।
উল্লেখ্য, অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও বঙ্গে SIR-র প্রস্তুতি চলছে। যেকোনও মুহূর্তে বিজ্ঞপ্তি জারি হতে পারে। এর যৌক্তিকতা নিয়ে মামলা চলছে দেশের শীর্ষ আদালতে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR-কে বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্র হিসাবে দেখছেন। বিহারের বিরোধী দলনেতাও SIR-র প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিয়েছেন। তৃণমূল দিল্লির দরবারে SIR বিরোধী আন্দোলনকে পৌঁছে দিতে চাইছে। লাগাতার প্রতিবাদে সরব হচ্ছে দলের সাংসদেরা।