Rahul Gandhi: কাশ্মীরের পুঞ্চের ২২ অনাথ শিশুকে দত্তক নিলেন রাহুল গান্ধী, দায়িত্ব নিলেন পড়াশোনার খরচের
পুঞ্চের মতো সীমান্তবর্তী অঞ্চলে প্রতিনিয়ত জীবন অনিশ্চয়তার মুখোমুখি, সেখানে এই পদক্ষেপ নিঃসন্দেহে এক আশার আলো।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পুঞ্চ (Poonch) জেলার ২২জন শিশুকে দত্তক নিয়েছেন। এই সমস্ত শিশুরা অপারেশন সিঁদুর পরবর্তী সীমান্তে সংঘর্ষে (cross-border conflict) তাঁদের বাবা-মা বা পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়েছে।
অপারেশন সিঁদুর (Operation Sindoor) চলাকালীন পাকিস্তানি গোলাগুলিতে বহু শিশু অনাথ হয়ে পড়ে। রাহুল গান্ধী ঘোষণা করেছেন, এই ২২জন শিশুর স্কুল থেকে শুরু করে স্নাতকস্তর (graduation) পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচ তিনি নিজেই বহন করবেন।
গত মে মাসে রাহুল গান্ধী পুঞ্চ সফরে গিয়ে স্থানীয় কংগ্রেস নেতাদের নির্দেশ দেন, যেন ক্ষতিগ্রস্ত শিশুদের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়। এরপর প্রশাসনিক রেকর্ড (government records) যাচাই করে সেই তালিকা চূড়ান্ত করা হয়।
এই উদ্যোগে শুধুমাত্র অর্থ নয়, জড়িয়ে আছে এক গভীর সহানুভূতি। পুঞ্চের মতো সীমান্তবর্তী অঞ্চলে প্রতিনিয়ত জীবন অনিশ্চয়তার মুখোমুখি, সেখানে এই পদক্ষেপ নিঃসন্দেহে এক আশার আলো।