গুরুগ্রামে বাংলার শ্রমিকদের অবস্থা দেখতে গেল তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল, রিপোর্ট দেবে মমতাকে

July 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.২৯: বিজেপি শাসিত হরিয়ানায় বাংলার ৩০ জন শ্রমিককে আটক করে অত্যাচারের অভিযোগ ওঠে। বাংলার শাসকদলের দাবি, পরিকল্পিত ভাবে বাংলাভাষী তথা বাঙালিকে হেনস্থা করছে বিজেপি সরকারের পুলিশ। গত শুক্রবার ওই ৩০ জনকেই মুক্তি দেয় পুলিশ। তৃণমূলের দাবি, বাংলায় কথা বলার ‘অপরাধে’ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ৩০ জন শ্রমিককে গুরুগ্রামে একটি ‘ডিটেনশন ক্যাম্প’-এ আটকে রাখা হয়েছিল।

মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিদল গুরুগ্রামে যায়। রাতে দিল্লিতে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট পাঠাবে ওই প্রতিনিধিদল।

ওই প্রতিনিধিদলে ছিলেন রাজ্য সভার সাংসদ মমতাবালা ঠাকুর, প্রকাশ বরাইক, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল প্রমুখ। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই সাংসদেরা তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন রিপোর্টে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen