KKR ছাড়লেন চন্দ্রকান্ত পন্ডিত, নতুন কোচ বিশ্বকাপ জয়ী ইংরেজ অধিনায়ক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: কলকাতা নাইট রাইডার্সের(KKR) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন নাইট কোচ চন্দ্রকান্ত পন্ডিত। ঘরোয়া ক্রিকেটে তিনি পরিচিত ‘চান্দু’ নামে। ঘরোয়া ক্রিকেটে সফল কোচেদের মধ্যে অন্যতম তিনি। ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্স দলে হেড কোচ হিসেবে যোগদান করেন তিনি। তাঁর অধীনে প্রথম দুই বছর বেশ ভালো পারফর্মেন্স করেছিল নাইট শিবির। ২০২৪ সালে তাঁর হাত ধরেই নিজেদের তৃতীয় আইপিএল ট্রফি ঘরে তোলে নাইট রাইডার্স। তবে শেষ বছর তাঁর দলের পারফর্মেন্স খুব একটা ভালো ছিল না। লিগ টেবিলে অষ্টম স্থানে শেষ করে নাইট রাইডার্স। এ কারণেই কেকেআর ম্যানেজমেন্ট তাঁর উপরে বেশ হতাশ ছিল। ২০২৫ অবধি তাঁর সঙ্গে চুক্তি ছিল নাইট রাইডার্স দলের। সেই চুক্তি আর বৃদ্ধি করলো না নাইট ম্যানেজমেন্ট।
মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে কেকেআরের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ঘোষণা করা হলো এই বিচ্ছেদের কথা। সেই পোস্টে বলা হয়েছে , ‘মিস্টার চন্দ্র কান্ত পন্ডিত নতুন সুযোগ খুঁজছেন,তাই তিনি আর কেকেআরের কোচ হিসেবে থাকছেনা। আমরা ধন্য তাঁর প্রতি, তিনি আমাদের দলের প্রতি যে মূল্যবান অবদান রেখেছেন তার জন্য। সেই সাফল্যের মধ্যে ২০২৪-এ আইপিএল চ্যাম্পিয়ন শিরোপাও রয়েছে । পাশাপাশি শক্তিশালী দলও তৈরি করেছিলেন তিনি । নাইট রাইডার্সের পক্ষ থেকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ’।
এরই সঙ্গে নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুনকেও ছেড়ে দিচ্ছে নাইট রাইডার্স। সূত্র মারফত জানা যাচ্ছে আইপিএলের দুই দল চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়েন্টে এই দুই দল তাঁকে পেতে আগ্রহী।
তাহলে নাইট রাইডার্সের পরবর্তী কোচ কে ?
শোনা যাচ্ছে প্রাক্তন নাইট ক্যাপ্টেন ইংরেজ ব্যাটসম্যান ইয়ন মরগ্যানের নাম নাইট ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছে।