ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল বাতিল! পহেলগাঁও হামলার প্রতিবাদে পিছু হটলেন ভারতীয় ক্রিকেটাররা?
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Attack) ঘটনার প্রতিবাদে সেই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটাররা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৬: বিশ্ব ক্রিকেটে ফের উত্তাল ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। তবে এইবার মাঠের খেলায় নয়, মাঠের বাইরের সিদ্ধান্তে। ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এর (WCL) সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলের। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Attack) ঘটনার প্রতিবাদে সেই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটাররা।
গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আগেই বাতিল হয়েছিল, কারণ ভারতীয় ক্রিকেটারদের অনীহা ছিল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে। সেই ধারা বজায় রেখে এবার সেমিফাইনাল থেকেও নিজেদের সরিয়ে নেওয়ার পথে হাঁটলেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিংরা। এমনকী, ভারতের স্পনসর সংস্থাও এই ম্যাচ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। ভ্রমণ সংস্থা ‘ইজিমাই ট্রিপ’-এর কর্ণধার নিশান্ত পিট্টি স্পষ্ট জানিয়ে দেন, “সন্ত্রাস ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।”
এই টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ে মাত্র একটি জয় পেয়েছিল ভারত, আরেকটি ম্যাচ বাতিল হয়। ফলে তারা চতুর্থ স্থানে শেষ করে। অন্যদিকে চারটি ম্যাচ জিতে শীর্ষে উঠে আসে আফ্রিদির পাকিস্তান। ফরম্যাট অনুযায়ী সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। কিন্তু ভারতীয় দল না খেললে পাকিস্তান সরাসরি ফাইনালে চলে যেতে পারে।
এই সিদ্ধান্তের পর পাকিস্তানের অধিনায়ক শাহিদ আফ্রিদি কটাক্ষ ছুড়ে দিয়েছেন ধাওয়ানের দিকে। তিনি বলেন, “রাজনীতি যদি খেলায় ঢুকে পড়ে তাহলে খেলাধুলার আর কোনও ভবিষ্যৎ নেই।” এর আগেও পহেলগাঁও হামলার পর আফ্রিদির মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন ধাওয়ান। তিনি লিখেছিলেন, “কার্গিলেও হারিয়েছি তোমাদের, এবারও পারব। ভারতীয় সেনা নিয়ে আমরা গর্বিত।”
এই বিতর্কে ম্যাচের ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত। তবে ভারতীয় দলের স্পষ্ট বার্তা, দেশের সুরক্ষার প্রশ্নে কোনওরকম আপস নয়।