India vs England 5th Test: সিরিজে কি সমতায় ফিরতে পারবেন গিলরা?

July 31, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৭: প্রায় অনেক দিনেরও বেশি সময় ধরে চলা ভারত বনাম ইংল্যান্ড(India vs England) সিরিজের একদম শেষ ম্যাচের দৌড়গোড়ায় এসে পৌঁছেছে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ইংল্যান্ড সিরিজে এখন ২-১ এগিয়ে। ফলে ওভালে শুরু হতে যাওয়া পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি হবে নির্ণায়ক ম্যাচ। ম্যাচ শুরু ৩১ জুলাই থেকে চলবে ৪ আগস্ট পর্যন্ত। ভারতের কাছে এই এখন আর ট্রফি জয়ে সম্ভাবনা নেই ! যদি এই টেস্টে ভারত জয়পায়, তবে তাঁরা ট্রফি ভাগাভাগি করে নিতে পারবে ইংল্যান্ডের সঙ্গে। আর যদিও এই ম্যাচেও ইংল্যান্ড জয় তুলে নিতে পারে তাহলে তারাই এই ট্রফি নিজেদের ঘরে তুলবে।

গত টেস্টে ম্যানচেস্টারে প্রায় হারতে বসেও সেই ম্যাচ ভারত ড্র করে , তাতে দলের মনোবল এখন বেশ ভালো। তবে এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে একটা বড় ধাক্কা হলো জসপ্রিত বুমরাহ সম্ভবত খেলবেন না। তাঁর জায়গায় অভিষেক হতে পারে অর্শদীপ সিংহের। এছাড়াও, চোট পেয়ে এই টেস্ট থেকে ছিটকে গেছেন ঋষভ পন্থ।

হেড-টু-হেড (টেস্ট ম্যাচ)

  • মোট ম্যাচ: ১৪০*
  • ইংল্যান্ড জয়: ৫৩*
  • ভারত জয়: ৩৬*
  • ড্র: ৫১*
  • ওভালে ইংল্যান্ডের জয়: ৫, ভারতের জয়: ২, ড্র: ৭*

ওভাল -পিচ রিপোর্ট
ম্যাচ শুরুর আগে ভারতীয় কোচ গৌতম গম্ভীর ও পিচ কিউরেটরের মধ্যে কিছুটা নাকি বাক বিতণ্ডা হয়েছে। পিচে সবুজ ঘাস রয়েছে। তবে খেলার আগের কিছুটা ঘাস কাটা হতে পারে। এর ফলে, নতুন বল হাতে পেসারদের দাপট দেখানোর সুযোগ থাকবে। এই বছর ইতিমধ্যেই ১৫০ উইকেটের মধ্যে ১৩১ উইকেটই পেয়েছেন পেসাররা। ২০১৯ সালের পর থেকে ওভালে টেস্ট ইনিংসে গড় রান ৩০০-এর নিচে, এর ফলে এই ম্যাচটি কম স্কোরিং ম্যাচ হতে পারে বলে মনে করা হচ্ছে ।

এই ম্যাচের সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড: ডাকেট, ক্রলি, পোপ, রুট, ব্রুক, স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ওকস, ডসন, ওভারটন, আর্চার/অ্যাটকিনসন

ভারত: রাহুল, যশস্বী, সুদর্শন, গিল, জুরেল (উইকেটরক্ষক), জাদেজা, সুন্দর, ঠাকুর, আকাশ দীপ, সিরাজ, অর্শদীপ

ম্যাচের আবহাওয়া
প্রথম দিনে হালকা মেঘ এবং বিকেলে বৃষ্টির সম্ভাবনা। দ্বিতীয় ও তৃতীয় দিন পরিষ্কার আকাশে পুরো খেলা সম্ভব। চতুর্থ দিনে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পঞ্চম দিনে রোদ থাকবে মাঠে ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen