বাঙালি হেনস্থা: রবি ঠাকুরের বীরভূমের পর এবার ঝাড়গ্রামে মমতার নেতৃত্বে ভাষা মিছিল

বিজেপি শাসিত একের পর এক রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে

July 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৫: রবি ঠাকুরের বীরভূমের এবার জঙ্গলমহলের ঝাড়গ্রামে বাংলা ও বাঙালির উপর বিজেপির ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৬ আগস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত ভাষা মিছিলে হাঁটবেন তিনি। বিজেপি বিরোধী এই প্রতিবাদ কর্মসূচিতে জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্নস্তরের বিদ্বজ্জনেরাও অংশ নেবেন।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এবারের জঙ্গলমহল সফরে ভাষা আন্দোলনের (Bengali language movement) মিছিল, প্রশাসনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে। বুধবার, কলকাতায় বিধানসভা ভবনে এই কর্মসূচি নিয়ে বৈঠক হয়। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো-সহ জঙ্গলমহলের নেতৃত্বেরা ছিলেন সেখানে। মিছিলের রূপরেখা ও কর্মসূচির খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়।

বিজেপি (BJP) শাসিত একের পর এক রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে। কখনও মারধর, কখনও হামলা, লুটপাট, আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগও শোনা গিয়েছে। প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কলকাতা ও শান্তিনিকেতনে দু’টি মিছিল করেছেন তিনি। এবার জঙ্গলমহলে পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen