ভিনরাজ্যে বাঙালি পরিযায়ীদের হেনস্থা? নিন্দায় সরব অমর্ত্য সেন

শেষে অমর্ত্যর স্পষ্ট বার্তা, সম্মান, মর্যাদা ও অধিকার, এগুলো কোনও নির্দিষ্ট রাজ্য বা ভাষার নয়। এগুলো ভারতীয় সংবিধান স্বীকৃত সার্বজনীন অধিকার।

July 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৫: ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় কড়া বার্তা দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বৃহস্পতিবার শান্তিনিকেতনের নিজের বাসভবন ‘প্রতীচী’তে ফিরে তিনি সাফ জানালেন, “যে কোনও ভারতীয় নাগরিকের অবমাননা মেনে নেওয়া যায় না। সেটা বাঙালি হোক বা অন্য কোনও রাজ্যের মানুষ, প্রতিবাদ জানাতেই হবে।”

অমর্ত্যর কথায়, ‘‘শুধু বাঙালি বলে নয়, কোনও অঞ্চলের লোক অন্য জায়গায় হেনস্থা হচ্ছেন, সেটায় আমাদের আপত্তি থাকবে। তাঁরা বাঙালি হোক, পাঞ্জাবি হোক, মারোয়াড়ি হোক। আপত্তি করার কারণ থাকবে। ভারতীয় হিসেবে সকলেরই সমানভাবে দেশের যে কোনও প্রান্তে থাকার, কাজ করার ও মর্যাদা নিয়ে বাঁচার অধিকার আছে।”

তিনি আরও বলেন, “সংবিধান আমাদের এই অধিকারই দিয়েছে। সেখানে আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে ভেদাভেদ করার কোনও জায়গা নেই। তাই কোনও রাজ্যে বাঙালিদের উপর বৈষম্য হলে সেটি শুধু এক জাতির নয়, গোটা দেশের সমস্যার প্রতিফলন।”

বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব নিয়েও প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল, তার মূল্য স্বীকার করতেই হবে। তার মধ্যে নানা কাব্য লেখা হল। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামদের বক্তব্য আমাদের সামনে খুব স্পষ্ট ভাবে তুলে ধরা হল। এগুলোর মূল্য দিতেই হবে।’’

শেষে অমর্ত্যর স্পষ্ট বার্তা, সম্মান, মর্যাদা ও অধিকার, এগুলো কোনও নির্দিষ্ট রাজ্য বা ভাষার নয়। এগুলো ভারতীয় সংবিধান স্বীকৃত সার্বজনীন অধিকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen