SIR ও Vote Loot-র প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূল সাংসদদের
অভিযোগ উঠছে, বৈধ ভোটারদের বাদ দিয়ে বিহারে কুকুর, ট্র্যাক্টরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। শীর্ষ আদালতে SIR নিয়ে মামলাও চলছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪০: বিহারে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার পর আজ পয়লা আগস্ট খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে। অন্যদিকে, SIR বাতিলের দাবিতে উত্তাল সংসদ অধিবেশন।
চলতি বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর ও SIR-কে কেন্দ্র করে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ। বিরোধীরা SIR বাতিলের দাবি জানাচ্ছেন। আলোচনা চাইছেন সংসদে। অন্যদিকে, সরকার অনড়। আজ, শুক্রবার SIR বাতিলের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন বাংলার তৃণমূল সাংসদেরা।
SIR প্রত্যাহার এবং ভোট চুরি বন্ধের দাবিতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ সামিল হন বাংলার তৃণমূল সাংসদেরা। লোকসভার তৃণমূল সাংসদ অসিত মাল, বাপি হালদার, প্রতিমা মন্ডল, কীর্তি আজাদ প্রমুখেরা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। বাংলার রাজ্যসভার সাংসদদের মধ্যে সাগরিকা ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নাদিমূল হক, ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম, দোলা সেন প্রমুখেরা বিক্ষোভ দেখান।
আজ বিহারে SIR-র খসড়া তালিকা প্রকাশিত চলছে। শোনা যাচ্ছে, লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যেতে বসেছে। অভিযোগ উঠছে, বৈধ ভোটারদের বাদ দিয়ে বিহারে কুকুর, ট্র্যাক্টরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। শীর্ষ আদালতে SIR নিয়ে মামলাও চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বার বার সুর চড়িয়েছেন, বৈধ ভোটারদের নাম কোনওমতেই যেন বাদ না পড়ে। অভিষেক SIR-কে নীরব রিগিং বলে তোপ দেগেছেন। অন্যদিকে, সংসদের ভিতরে ও বাইরে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন বাংলার শাসক শিবিরের সাংসদেরা। আজ শুক্রবারেও তার অন্যথা হল না।