১৩ বছর পর ভারতীয় কোচ, জাতীয় দলের দায়িত্বে খালিদ জামিল
৪৮ বছর বয়সী জামিল এর আগে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরেও খেলেছেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুর এফসির কোচের দায়িত্বে আছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩১: ভারতীয় ফুটবলে(Indian Football) নতুন অধ্যায়। দীর্ঘ ১৩ বছর পর জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ হিসেবে এক ভারতীয়কে দায়িত্ব দেওয়া হল। দেশের ফুটবল ইতিহাসে এক অনন্য নজির গড়ে ২০১৭ সালে আইজল এফসিকে আই-লিগ জেতানো খালিদ জামিল এবার ভারতের হেড কোচের আসনে বসলেন।
৪৮ বছর বয়সী জামিল এর আগে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরেও খেলেছেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুর এফসির কোচের দায়িত্বে আছেন। এবার সেই অভিজ্ঞতা এবং সাফল্যকে মাথায় রেখেই তাঁকে দেশের ফুটবল দলের দায়িত্ব তুলে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)।
AIFF-এর টেকনিক্যাল কমিটির নেতৃত্বে থাকা কিংবদন্তি স্ট্রাইকার আই এম বিজয়নের তত্ত্বাবধানে তিনজন কোচের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। এই তালিকায় ছিলেন প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্লোভাকিয়া জাতীয় দলের প্রাক্তন কোচ স্টেফান টারকোভিচ। তবে শেষ পর্যন্ত AIFF-এর কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত সিদ্ধান্তে জয়ী হলেন জামিল।
তিনি দায়িত্ব নিচ্ছেন ম্যানোলো মার্কেজের জায়গায়, যিনি সম্প্রতি ভারতের ব্যর্থতার পর পদত্যাগ করেন। খালিদের সামনে প্রথম বড় চ্যালেঞ্জ আসছে এই মাসের শেষে। ২৯ আগস্ট থেকে তাজিকিস্তান ও উজবেকিস্তানে শুরু হতে চলেছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (CAFA) নেশনস কাপ, যেখানে ভারতের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করবে নতুন কোচের পরিকল্পনা ও কৌশলের উপর।
খালিদ জামিলের এই নিয়োগ ভারতীয় ফুটবলের আত্মবিশ্বাস ও স্বপ্নকে আবারও জাগিয়ে তুলতে পারে। বিদেশি কোচদের দীর্ঘ অধ্যায়ের পর দেশীয় এক পরিচিত মুখকে সামনে এনে AIFF এক গুরুত্বপূর্ণ বার্তা দিল—দেশীয় প্রতিভার ওপর তাদের ভরসা বাড়ছে।