উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পুজোয় করোনা নিয়ে কোনও ঢিলেমি নয়- বার্তা মমতার

September 29, 2020 | < 1 min read

দুর্গাপুজোর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই করোনা কালেও পুজো নিয়ে মেতে উঠেছে রাজ্যবাসী। তবে সকলের মনে কমবেশি করোনা সংক্রমণের ভয় থাকছেই। আর প্রশসানের লক্ষ্য করোনাকে বেড়ি পরিয়ে সুস্থভাবে পুজো উদযাপন করা। সেই কারণেই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সাফ জানালেন, “পুজোয় করোনা নিয়ে কোনও ঢিলেমি নয়।” 

করোনা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে জেলার প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন,

  • SJDA এর কাজ দ্রুত শেষ করতে হবে।
  • জেলাশাসকের করোনার সব তথ্য রাখতে হবে।
  • পুজোয় করোনা নিয়ে কোনও ঢিলেমি নয়।
  • মাইল্ড সিম্পটম থাকলেই সেফ হাউসে থাকুন।
  • পুলিশ কর্মীদের সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে।
  • ফ্রন্টলাইনে যাঁরা আছেন তাঁরাও সাবধানে কাজ করুন।
  • কোভিড যোদ্ধাদের জন্যই উত্তরবঙ্গে করোনা নিয়ন্ত্রণে।
  • জেলা শাসকদের করোনার সব তথ্য রাখতে হবে।

৬ মাস পর গতকাল অর্থাৎ ২৮ সেপ্টেম্বর উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই দুই জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানেই করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে সকলকে সতর্ক করেন মুসেই সঙ্গে এদিনের বৈঠক থেকে স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Mamata Banerjee, #covid-19

আরো দেখুন