Op Akhal: কুলগামে সেনাবাহিনীর গুলিতে খতম এক TRF জঙ্গি

জানা গিয়েছে, তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এখনও ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর

August 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৩৩: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে সেনাবাহিনীর গুলিতে খতম এক টিআরএফ জঙ্গি (TRF terrorist)। কুলগামের আখাল এলাকার জঙ্গলে জঙ্গিদের খোঁজে শুক্রবার থেকে সেনাবাহিনীর চিরুনি তল্লাশি শুরু হয়েছে। গতকাল রাতে সেনা জওয়ানদের লক্ষ্য করে আচমকা গুলি ছোড়ে জঙ্গিরা। সেনার পাল্টা গুলিতে নিহত হয় এক জঙ্গি।

মনে করা হচ্ছে, শ্রীনগরের কাছে দাচিগাঁও ন্যাশনাল পার্কের কাছে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। ওই এলাকায় গুলির লড়াই চলছে। সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এখনও ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর।

চলতি সপ্তাহের শুরুতে অপারেশন মহাদেবে পহেলগাঁওয়ে হামলাকারী ৩ জঙ্গিকে খতম করা হয়েছে। তাদের মধ্যে ২ জঙ্গির ছবি প্রকাশ করা হয়। ইন্ডিয়া টুডে এই ছবি প্রকাশ করেছে। নিহত ২ জঙ্গিই পাকিস্তানি। সোমবার শ্রীনগরের কাছে সেনা-পুলিশের যৌথ অভিযানে তাদের নিকেশ করা হয়েছে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen