আজ থেকে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, জেনে নিন কোন কোন পরিষেবা মিলবে

আগামী ২ আগস্ট থেকে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। পাওয়া যাবে মোট ১৬ রকমের পরিষেবা।

August 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩২: প্রাইমারি স্কুলের দেওয়ালে অনেকদিন পড়েনি রঙের পোঁচ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ ফুটো। বর্ষায় জল পড়ে। পঞ্চায়েত থেকে পাড়ায় একটি নলকূপ আগেই করে দেওয়া হয়েছে। কিন্তু বেশ কয়েক মাস ধরে সেটি বিকল। এরকম অজস্র ছোটোখাটো সমস্যার দ্রুত সমাধান করে রাজ্যবাসীকে সুরাহা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নয়া প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। আজ, শনিবার বাংলাজুড়ে শুরু হচ্ছে এই কর্মসূচি।

রাজ্য সরকারের উদ্যোগে এবার বুথ স্তরে পৌঁছবে প্রশাসন। সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান। আগামী ২ আগস্ট থেকে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। পাওয়া যাবে মোট ১৬ রকমের পরিষেবা।

প্রকল্পের কাজ সুচারুভাবে পরিচালনা করতে বৃহস্পতিবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে আলোচনার ভিত্তিতে শুক্রবার নির্দেশিকা জারি করেছে নবান্ন। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির থেকে কোন কোন কাজ হাতে নেওয়া যাবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পরিষেবা মিলবে-

নিকাশি

নর্দমা ঢাকার বন্দোবস্ত
সোক পিট
কালভার্ট নির্মাণ

পানীয় সরবরাহ

টিউবওয়েল
জলের পাইপের কাজ
পানীয় জলের বন্দোবস্ত
জলের ট্যাঙ্ক

পথবাতি

এলইডি আলো
সোলার আলো

শৌচালয়

বাজার এলাকায় শৌচালয় তৈরি

আইসিডিএস কেন্দ্রের উন্নয়ন

ছাদের দেখভাল
জলের বন্দোবস্ত
খেলার জায়গার ব্যবস্থা
সীমানা প্রাচীরের বন্দোবস্ত
নিরাপত্তা সুনিশ্চিত করা
প্রাথমিক বিদ্যালয়

স্কুলের দেওয়ালের সৌন্দর্যায়ন (আঁকা)
শৌচালয় সংস্কার
পানীয় জলের বন্দোবস্ত
বেঞ্চ
ছাদ

পুকুর

পুকুর খনন
ঘাট বাঁধানো

বর্জ্য

নোংরা ফেলার জায়গার ব্যবস্থা
ময়লা পরিষ্কারের বন্দোবস্ত

খোলা জায়গায় জনতার সুবিধায়

বেঞ্চ
শেড নির্মাণ
কমিউনিটি শেডের সংস্কার

বাজার

স্টল সংস্কার
নিকাশির বন্দোবস্ত
আলোর ব্যবস্থা

সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধি

ছোট মঞ্চ
পতাকা উত্তোলনের বন্দোবস্ত
উৎসব আয়োজনের জায়গা তৈরি
কমিউনিটি সেন্টার

গণপরিবহণ

বাসস্টপে শেডের ব্যবস্থা
অটো/রিকশা স্ট্যান্ড
ফুটপাত
যাত্রী যাতায়াতের ব্যবস্থা
ফুটব্রিজ
অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা

সবুজায়ন

মুক্ত এলাকায় জিম
গাছের গোড়া বাঁধানোর বন্দোবস্ত
পার্কে বেঞ্চের ব্যবস্থা

বিদ্যুৎ পরিষেবা

বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন
কমিউনিট হল, স্কুল বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি
ট্রান্সফর্মারের ব্যবস্থা
বিদ্যুতের খুঁটি সংস্কার
পর্যাপ্ত জোগানের জন্য বিদ্যুৎ সঞ্চয়

রাস্তা

রাস্তা সংস্কার

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen