দমদম বিমানবন্দরে চাঞ্চল্য! কাচ ভেঙে পালানোর চেষ্টা, ধৃত বাংলাদেশি যুবক

তবে আন্তর্জাতিক নিরাপত্তা বলয়ে এমন ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। প্রাথমিক তদন্তে কিছু মাদক বা সন্দেহজনক বস্তু এখনও পর্যন্ত মেলেনি

August 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.১০: দমদম বিমানবন্দরে(Dumdum International Airport) নিরাপত্তা ঘিরে বড়সড় চাঞ্চল্য সৃষ্টি হলো শনিবার সকালে। আন্তর্জাতিক টার্মিনালে আচমকা এক বাংলাদেশি যুবকের কাণ্ডে আতঙ্ক ছড়াল যাত্রী ও কর্মীদের মধ্যে। জানা গিয়েছে, ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন বছর পঁচিশের মহম্মদ আশরাফুল। তাঁর গন্তব্য ছিল ঢাকা। কিন্তু কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক লাউঞ্জে বসে থাকতে থাকতে হঠাৎই তিনি কাচের দেওয়াল ভেঙে বাইরে পালানোর চেষ্টা করেন।

সঙ্গে সঙ্গে তৎপর হয় নিরাপত্তারক্ষী সিআইএসএফ। ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে ধরে ফেলে নিরাপত্তাকর্মীরা। বিমানবন্দর সূত্রের খবর অনুযায়ী, আটক হওয়ার পর জেরা করলে আশরাফুল অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। ফলে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন উঠছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে বিধাননগর থানার পুলিশের হাতে তুলে দেয়। তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে, এই ঘটনার পিছনে কোনও পাচার চক্র বা অপরাধমূলক উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সিঙ্গাপুর থেকে ফিরে ঢাকায় যাওয়ার পথে আচমকা এই কাণ্ড ঘটানোয় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। কী কারণে তিনি পালাতে চেয়েছিলেন, সেই প্রশ্ন ঘুরছে তদন্তকারীদের মাথায়।

যদিও ঘটনায় কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে আন্তর্জাতিক নিরাপত্তা বলয়ে এমন ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। প্রাথমিক তদন্তে কিছু মাদক বা সন্দেহজনক বস্তু এখনও পর্যন্ত মেলেনি। তবে আশরাফুলের পরিচয় ও অতীত ঘেঁটে দেখছেন তদন্তকারীরা।

বিমানবন্দরের মতো উচ্চ নিরাপত্তা এলাকায় একজন যাত্রীর আচমকা এমন তৎপরতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। আশরাফুল কেন এমন কাণ্ড ঘটালেন, তা জানতেই এখন মূল নজর পুলিশি তদন্তের দিকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen