রাফাল চুক্তির জন্য প্রতিরক্ষা অধিগ্রহণ নীতি বিরুদ্ধ কাজ করেছে মোদী সরকার– ফাঁস ক্যাগের রিপোর্ট
গত বছর লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল রাফাল ইস্যু। এবার ফের নতুন করে বিতর্কের সৃষ্টি করল রাফাল চুক্তি। রাফাল চুক্তির জন্য প্রতিরক্ষা অধিগ্রহণ নীতি বিরুদ্ধ কাজ করেছে মোদী সরকার। এমনই বিস্ফোরক তথ্য দিয়েছে ভারতের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের(ক্যাগ) রিপোর্ট। রিপোর্টে প্রকাশ, ২০১৬ সালের এপ্রিলে রাফাল চুক্তির জন্য কেন্দ্রীয় নীতি পরিবর্তন করে সরকার। যার ফলে রাফাল নির্মাণকারী সংস্থাকে ভারতে অফসেট পার্টনারের নাম গোপন রাখার অনুমতি দিয়েছে কেন্দ্র। তারপর ওই বছর সেপ্টেম্বর মাসে ফ্রান্সের সংস্থা দাসো এভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে ভারত।
কয়েক দিন আগেই সংসদে জমা দেওয়া রিপোর্টে ক্যাগ জানিয়েছে, ২০১৫ সালেই প্রতিরক্ষা অধিগ্রহণ নীতিতে বদল আনে কেন্দ্র। তারপর তা ২০১৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর করা হয়। অর্থাৎ রাফাল কেনার কয়েক মাসে আগে। এই নীতি বদলের ফলে দাসো এভিয়েশন ভারতে তার অফসেট পার্টনারের নাম গোপন রাখার ক্ষমতা পায়। পরবর্তীতে জানা যায়, অনিল আম্বানির সংস্থা দাসো এভিয়েশনের অফসেট পার্টনার। কিন্তু ২০১৬ সালে সেপ্টেম্বরে রাফাল চুক্তি স্বাক্ষরের সময় সে কথা গোপন রাখে দাসো। রাফাল চুক্তির ক্ষেত্রে গত বছর সেপ্টেম্বর থেকে অফসেট শর্ত মানার কথা ছিল দাসো এভিয়েশনের। কিন্তু সেই নিয়ম মানা হয়নি। এবং প্রতিরক্ষা মন্ত্রকও নিজের দায়িত্ব পালন করেনি।