জাতীয় পুরস্কার জিততেই বিতর্কে বাঙালি পরিচালকের ছবি ‘দ্য কেরালা স্টোরি’, কড়া প্রতিক্রিয়া আশুতোষের
‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কের আবহেই এবার মুখ খুললেন জাতীয় পুরস্কারের জুরি চেয়ারম্যান, পরিচালক আশুতোষ গোয়ারিকর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১.১৫: জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়ার পর নতুন করে বিতর্কের মুখে পড়ল ‘দ্য কেরালা স্টোরি’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি প্রথম থেকেই ধর্মান্তরণ এবং জঙ্গি কার্যকলাপ নিয়ে বিতর্কের কেন্দ্রে ছিল। এবার ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালকের খেতাব জেতার পরেই ফের ঝড় তুলল এই ছবি।
নতুন বিতর্কে দাবি করা হয়েছে, কেরলে হাজার হাজার মহিলা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে জঙ্গি সংগঠনে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় চরিত্র শালিনী উন্নিকৃষ্ণণ, যিনি পরে ফতিমা নামে পরিচিত হন, সেই কাহিনিই কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির কাহিনি।
ছবিটির জাতীয় সম্মান প্রাপ্তি মেনে নিতে নারাজ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর অভিযোগ, এই পুরস্কার কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “এটি কেরলের ভাবমূর্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির উপর সরাসরি আঘাত। একটি উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষমূলক ছবিকে পুরস্কৃত করে দেশের ঐক্য ও সহাবস্থানের ভাবনাকে হেয় করা হচ্ছে।”
প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপালও। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, “এটি পুরস্কারযোগ্য সিনেমা নয়, বরং কেরালার সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যকে কলুষিত করার অপচেষ্টা।”
বিতর্কের আবহেই এবার মুখ খুললেন জাতীয় পুরস্কারের জুরি চেয়ারম্যান, পরিচালক আশুতোষ গোয়ারিকর। NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “ছবির সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ। পুরো গল্পের সঙ্গে ক্যামেরার কাজ সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে। বিষয়বস্তু ছিল কঠিন, তবে তা খুব সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।”
তিনি আরও বলেন, “এই ছবিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। জুরি বোর্ডে দীর্ঘ আলোচনার পরেই সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিনেমার দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ।”
বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি মুক্তির পর থেকেই নানা মহলে সমালোচনার শিকার হয়েছিল। অনেক রাজ্যে মুক্তি আটকে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সেইসব বাধা টপকে ছবিটি বক্স অফিসে সাফল্য পায় এবং এখন জাতীয় স্তরে সম্মানিত হওয়ায় ফের ছবিটি নিয়ে আলোচনা নতুন মোড় নিল।