দার্জিলিং সমতলে কোর কমিটি ঘোষণা তৃণমূলের, পুরনো-নতুন মিলে জায়গা পেলেন কারা?

দল ইতিমধ্যেই তাঁকে রাজ্য সহ সভাপতির দায়িত্ব দিয়েছে, এবার সাংগঠনিকভাবে জেলা স্তরেও তাঁকে গুরুত্বপূর্ণ জায়গায় আনল তৃণমূল

August 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২২.১০: সংগঠনের ভিত মজবুত করতে দার্জিলিং সমতলেও কোর কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। শনিবার শাসকদলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। দলের দাবি, জেলা স্তরে সংগঠনকে আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই এই কোর কমিটি তৈরি করা হয়েছে।

দার্জিলিং সাংগঠনিকভাবে দুটি ভাগে বিভক্ত, দার্জিলিং হিল ও দার্জিলিং সমতল। গত ১৬ মে রাজ্যজুড়ে দলের সংগঠন ঢেলে সাজানোর সময় দার্জিলিং সমতলের চেয়ারম্যান হিসেবে একজনের নাম ঘোষণা করা হলেও, সভাপতি ও বাকি পদগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তখন ঘোষণা করা হয়নি। অবশেষে শনিবার ৯ সদস্যের কোর কমিটি ঘোষণা করল দল।

নতুন কমিটিতে স্থান পেয়েছেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব ও তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। একইসঙ্গে কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া শংকর মালাকারকেও এই কোর কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। দল ইতিমধ্যেই তাঁকে রাজ্য সহ সভাপতির দায়িত্ব দিয়েছে, এবার সাংগঠনিকভাবে জেলা স্তরেও তাঁকে গুরুত্বপূর্ণ জায়গায় আনল তৃণমূল।এর আগে বীরভূম ও কলকাতা উত্তরেও কোর কমিটি গঠন করেছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen