Lionel Messi: ডিসেম্বরের শহরে Messi ম্যাজিক! কী কী আয়োজন লিওর জন্য?
সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই মেসি ঝড় উঠবে কলকাতায়। ২০১১ সালে শেষ এসেছিলেন কলকাতায় আর্জেন্টিনীয় তারকা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০.০০: ১৪ বছর পর কলকাতায় পা রাখতে চলেছেন Lionel Messi, ২০১১ সালে শেষবার ভারতে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই মেসি ঝড় উঠবে কলকাতায়।
জানা যাচ্ছে, ১২ ডিসেম্বর রাতে কলকাতায় অবতরণ করার কথা মেসির (Lionel Messi)। বেশ কয়েকদিন কলকাতায় থাকার কথা রয়েছে তাঁর। ১৩ ডিসেম্বর সকাল ৯টায় শুভেচ্ছানুষ্ঠানের মাধ্যমে শুরু হবে মেসির কলকাতা সফর। শ্রীভূমিতে মেসির ৭০ ফুট উঁচু একটি মূর্তি উন্মোচন করা হবে।
ইডেন গার্ডেন্সে ওই দিন মেসির সম্মানে আয়োজিত হতে চলেছে গোট কাপ (Goat Cup)। ইডেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথাও হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও অনুষ্ঠানে যোগ দেবেন। সৌরভ, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম, বাইচুং ভুটিয়া সহ ক্রিকেট, ফুটবল ও বিনোদনের জগতের তারকারা Goat Cup-এ মাঠে নামবেন। সাতজনের দুটি দলের দুই অর্ধে ১৫ মিনিট করে খেলবে। একটি টাইব্রেকারও হবে। দুই দলের হয়ে শুট আউট করে শুরু করবেন মেসি। শোনা যাচ্ছে, খুদে ফুটবলারদের পরামর্শ দেওয়ার জন্য একটি সেশন রাখা হবে।
খেলা ছাড়াও আয়োজিত হচ্ছে সঙ্গীতানুষ্ঠান। যার নাম রাখা হয়েছে দ্য গোট কনসার্ট। দেশবিদেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন। গোটা ইডেন ঘুরতে পারেন বিশ্বকাপজয়ী তারকা। জীবন্ত কিংবদন্তিকে দেখার জন্য এখন থেকেই পারদ চড়তে আরম্ভ করেছে। বড়োদিনের আগেই উৎসবে মেতে উঠতে চলেছে শীতের কলকাতা।