Puri: কিশোরীকে জ্বালিয়ে হত্যা পুরীতে, প্রশ্নের মুখে ওড়িশার নারী নিরাপত্তা
ওড়িশার পুরী জেলার ভার্গবী নদীর তীরে নির্মমভাবে তিন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ১৫ বছরের এক কিশোরীকে জ্বালিয়ে দেওয়ার পর সে গুরুতর দগ্ধ হয়ে শনিবার দিল্লীর এইমসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০:৫০: ওড়িশার পুরী (Puri) জেলার ভার্গবী নদীর (Bhargavi River) তীরে নির্মমভাবে তিন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ১৫ বছরের এক কিশোরীকে জ্বালিয়ে দেওয়ার পর সে গুরুতর দগ্ধ হয়ে শনিবার দিল্লীর এইমসে (AIIMS Delhi) চিকিৎসাধীন অবস্থায় মারা গেল।
গত ১৯শে জুলাই সকালে এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে ওই কিশোরীকে অপহরণ করে তিন আততায়ী। তার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। ৭০% দগ্ধ হওয়ার পর তাকে প্রথমে পুরী, পরে দিল্লীতে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
কিশোরীর মা বালাঙ্গা থানায় (Balanga Police Station) অভিযোগ করেছেন যে, যারা তাঁর কন্যাকে জ্যান্ত পুড়িয়ে মারল, তাদের কোনো বিচার হবে তো? প্রশ্ন উঠেছে, নারীদের জন্য ওড়িশা এখন কতটা নিরাপদ?
গত কয়েক মাসে ওড়িশায় ধর্ষণ, হত্যা, নিপীড়নের ঘটনা লাগাতার বেড়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই পুলিশী তৎপরতা কমে যাওয়ায় অপরাধীরা নির্ভয়ে হত্যা-নির্যাতন চালাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাজ্য।
এই ঘটনা ওড়িশায় নারী নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ারই ইঙ্গিত দিচ্ছে।