জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ অংশ, পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
চলতি বছরের জুলাইয়ে রেকর্ড বৃষ্টি হয়েছে। মাত্রাতিরিক্ত হারে জল ছেড়েছে DVC, নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১১:১৫: চলতি বছরের জুলাইয়ে রেকর্ড বৃষ্টি হয়েছে। মাত্রাতিরিক্ত হারে জল ছেড়েছে DVC, নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে রওনা হতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জেলা প্রশাসনে তোড়জোড় শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সব ঠিক থাকলে ৫ আগস্ট জেলায় যেতে পারেন মুখ্যমন্ত্রী।
জানা যাচ্ছে, ঘাটালের বেশকিছু এলাকা পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর শহরের সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন তিনি। ৬ আগস্ট সকালে কলকাতার উদ্দেশে তিনি রওনা দেবেন। সেই মতো করে প্রস্তুত সারছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী নিয়মিত খোঁজ খবর নিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৮ জুন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে। গড়বেতা-১ ও ২ ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ জল যন্ত্রণায় পড়েছেন। ওই এলাকা থেকে জল তাড়াতাড়ি নেমে গেলেও ঘাটাল মহকুমার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। এই নিয়ে ঘাটালে তিনবার বন্যা পরিস্থিতি তৈরি হল। বন্যা পরিস্থিতির জেরে জেলায় তিন হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন থেকে চার হাজার হেক্টর ফসলেরও ক্ষতি হয়েছে। অন্যদিকে, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলতি বছরই শুরু হয়েছে। রাজ্যের উদ্যোগেই গোটা প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে। সব ঠিক থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দীর্ঘকালীন জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটালবাসী।