নাগাড়ে বৃষ্টির জের, রোববারের সবজির বাজারে আগুন! কীসের দর কেমন?
একের পর এক নিম্নচাপ আর নাগাড়ে বর্ষণের জেরে কার্যত ভাসছে গোটা দক্ষিণবঙ্গ। উত্তরেও দুর্যোগ শুরু হয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১২:১০: সবজির দাম শুনেই আঁতকে উঠছে মধ্যবিত্ত! একের পর এক নিম্নচাপ আর নাগাড়ে বর্ষণের জেরে কার্যত ভাসছে গোটা দক্ষিণবঙ্গ। উত্তরেও দুর্যোগ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বাড়ছে লাফিয়ে লাফিয়ে সবজির দাম। ফুলকপি, বেগুন, পটল থেকে কাঁকরোল, শশা, উচ্ছে, সব কিছুরই দর ঊর্ধ্বমুখী। রবিবার সকালে বাজারে যেতেই মধ্যবিত্তর চোখ কপালে তোলার উপক্রম।
৩০ টাকা পিস দরের ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পটলের দর দ্বিগুণ বেড়েছে। এখন ৭০-৮০ টাকায় বিকোচ্ছে পটল। বেগুন কোথাও কোথাও ১০০ টাকা দরেও বিক্রি হচ্ছে। কলকাতায় টমেটো বিকোচ্ছে ৭০-১০০ টাকা কেজি দামে। উচ্ছে, কাঁকরোল, শশা, ওল, ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়শ মিলছে ৮০ টাকা কেজিতে। লঙ্কার দাম ১০০ থেকে ১২০ টাকা প্রতি কেজি।
সবজি বিক্রেতাদের মতে, নিম্নচাপের জেরে বিগত কয়েক সপ্তাহে রাজ্যজুড়ে তুমুল বৃষ্টি হয়েছে। বহু এলাকায় চাষের জমি জলের তলায়। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা ফসল। সবজি চাষ ধ্বংস হয়েছে। জোগান কমেছে অন্যদিকে চাহিদা বেড়ে যাওয়ায় দামের পারদ চড়তে আরম্ভ করেছে। আম জনতাকে চড়া দামেই কিনতে হচ্ছে। আপাতত কয়েকদিন দাম কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন বিক্রেতারা।