Aneet Padda: কেন ভাইরাল হচ্ছে ‘সাইয়ারা’ খ্যাত অনীত পাড্ডার পুরোনো লিঙ্কডইন প্রোফাইল?
সায়েন্স তাঁর চিন্তাভাবনা গঠনে সাহায্য করেছে এবং অভিনয় তাকে হিউম্যান রিসোর্সেস ও সামাজিক বদলের (social change) প্রতি আগ্রহী করে তুলেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৪: বলিউডের (Bollywood) নতুন মুখ অনীত পাড্ডা (Aneet Padda) এখন সবচেয়ে আলোচিত নাম। ১৮ই জুলাই মুক্তি পাওয়া ছবি “সাইয়ারা”-র (Saiyaara) বক্স অফিস সাফল্যের পর থেকেই তাঁকে নিয়ে উৎসুক ফ্যানরা। তাঁর কো-স্টার আহান পান্ডে (Ahaan Panday) ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন, কিন্তু অনীত একদম নতুন। তবে এখন তাঁর জনপ্রিয়তা শুধু রিভিউ বা রেড কার্পেট ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর লিঙ্কডইন প্রোফাইল পর্যন্ত পৌঁছেছে!
ফ্যানরা খুঁজে পেয়েছেন অনীতের কলেজ লাইফের লিঙ্কডইন অ্যাকাউন্ট (LinkedIn account), যা তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ের জিসাস অ্যান্ড মেরি কলেজে (Jesus and Mary College) পড়ার সময় বানিয়েছিলেন। প্রোফাইল অনুযায়ী, তিনি দিল্লী ইউনিভার্সিটি (Delhi University) থেকে পলিটিক্যাল সায়েন্স (Political Science) পড়েছেন এবং ভিস্তারায় (Vistara) ইন্টার্নশিপ করেছেন। তবে সবচেয়ে মজার অংশ হলো তাঁর About সেকশন – যেখানে তিনি লিখেছেন, কীভাবে পলিটিক্যাল সায়েন্স তাঁর চিন্তাভাবনা গঠনে সাহায্য করেছে এবং অভিনয় তাকে হিউম্যান রিসোর্সেস (human resources) ও সামাজিক বদলের (social change) প্রতি আগ্রহী করে তুলেছে।
শুধু অনলাইনেই নয়, বক্স অফিসেও তাঁর জনপ্রিয়তার প্রমাণ মিলছে। “সাইয়ারা” এখন তৃতীয় সপ্তাহেও দর্শক টানতে সক্ষম হচ্ছে।