Bangla: বাংলাকে “বাংলাদেশি ভাষা” আখ্যা বিজেপির দিল্লী পুলিশের!

চিঠিতে বলা হয়েছে, ৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার হয়েছে, যাদের পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি “বাংলাদেশি ভাষায়” লেখা আছে।

August 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৬: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) ও বিজেপি পরিচালিত দিল্লী পুলিশের (Delhi Police) এক সাম্প্রতিক নথি ফের প্রমাণ করল, বাংলাভাষী (Bengali) মানুষদের প্রতি বিজেপির বৈষম্যমূলক মনোভাব। দিল্লী পুলিশের লোধি কলোনি থানার এক সরকারি চিঠিতে সরাসরি বাংলাকে “বাংলাদেশি ভাষা” বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে বাঙালি মহলে। চিঠিতে বলা হয়েছে, আটজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যাদের পরিচয়পত্র, জন্মসনদ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি “বাংলাদেশি ভাষায়” (Bangladesh) লেখা আছে। তদন্তের স্বার্থে সেই “বাংলাদেশি ভাষার” নথিগুলি হিন্দি ও ইংরেজিতে অনুবাদের জন্য সরকারি অনুবাদক চাওয়া হয়েছে।

এখানে ব্যবহৃত “বাংলাদেশি ভাষা” শব্দবন্ধ বাংলাকে বোঝাচ্ছে, যা বিশ্বের ২৩ কোটি মানুষের মাতৃভাষা এবং ভারতের সরকারি ভাষাগুলির মধ্যে অন্যতম। বাংলা ও ত্রিপুরা ছাড়াও আসাম, ঝাড়খণ্ড, বিহার, এমনকি দিল্লী ও মুম্বইতেও বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের মাতৃভাষা বাংলা। অথচ বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ও রাজধানীতে বাংলাভাষীদের প্রায়শই অবৈধ বাংলাদেশি বলে অপমান ও হয়রানি করা হচ্ছে। উঠে আসছে হেনস্থা ও শারীরিক নিগ্রহের ঘটনা।

ভাষা ও সংস্কৃতির এই অবমাননা নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলিতে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য মানুষকে হেনস্থা করা, মারধর করা এবং ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। দিল্লী পুলিশের এই নথি সেই মানসিকতাকেই সরকারি স্বীকৃতি দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen