SIR: ভোটার তালিকার নিবিড় সংশোধন ইস্যুতে আলোচনার দাবিতে আজ উত্তাল হবে সংসদ?

শাসক-বিরোধী টানাপোড়েনে সংসদের বাদল অধিবেশনের প্রথম দশটা দিন কেটেছে। বার বার SIR ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছেন বিরোধীরা

August 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০:৩০: শাসক-বিরোধী টানাপোড়েনে সংসদের বাদল অধিবেশনের প্রথম দশটা দিন কেটেছে। বার বার SIR ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছেন বিরোধীরা। বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল সহ বিরোধী সাংসদেরা। এই বিষয়ে সংসদে আলোচনা করতেই হবে, কার্যত অনড় বিরোধী শিবির৷ SIR নিয়ে সংসদে কোনও আলোচনা চায় না ট্রেজারি বেঞ্চ৷ তাদের দাবি, স্বশাসিত সংস্থা জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার নিবিড় সংশোধন করছে৷ যাতে সরকার কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারে না৷ ফলে, সংসদে কোনও আলোচনা হতে পারে না।

ইতিমধ্যেই বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া সামনে এসেছে, বিহারের ৬৫ লক্ষ ২০ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। এই পরিস্থিতিতে আজ সোমবার সংসদের উভয় কক্ষে SIR নিয়ে আলোচনার দাবিতে সরব হবেন বিরোধী সাংসদরা৷ দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব পেশ করবেন তাঁরা৷ প্রস্তাব খারিজ হলেই সংসদের মকর দ্বারের সামনে সরকার বিরোধী বিক্ষোভে একত্রিত হবেন তাঁরা৷ জানা যাচ্ছে, ইংরাজি, হিন্দি, তামিল, মলয়ালম, তেলুগু, বাংলা সহ বিভিন্ন ভাষায় পোস্টার এবং প্ল্যাকার্ড তৈরি করা হচ্ছে। সেগুলো হাতে নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে বিক্ষোভ প্রদর্শন করবে শিবির।

SIR নিয়ে যে আজ ঝড় উঠবে তার ইঙ্গিত আগেই দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। রবিবার X পোস্টে তিনি লেখেন, ‘SIR-র নামে ভোট চুরি নিয়ে সংসদের উভয় কক্ষে আলোচনা করা যেতেই পারে৷ বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছে৷ আগামী সপ্তাহে আমরা নড়বড়ে মোদী জোটকে সংসদে একটি টিওটোরিয়ালের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেব৷ তাদের শেখাব, কী করে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে৷’

শুক্রবার রাজ্যসভায় বিরোধীদের ওয়েলে নামা রুখতে সিআইএসএফ ডাকা হয়েছিল। অভিযোগ, সিআইএসএফ জওয়ানরা কয়েকজন বিরোধী সাংসদকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়েও দেন। সেই ঘটনাকে নজিরবিহীন ও গণতন্ত্রের অপমান বলে আজ সরব হতে পারে তৃণমূল সহ বিরোধী জোট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen