মেট্রো বন্ধ তাই বিকল্প ব্যবস্থা কবি সুভাষ যাত্রীদের জন্য

এ যেন বিনা মেঘে বজ্রপাত – কবি সুভাষ মেট্রো (Kavi Subhash) অর্থাৎ গড়িয়া (New Garia) স্টেশন সংলগ্ন বাসিন্দাদের এখন ঠিক এমনই অবস্থা

August 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১১:৩০: এ যেন বিনা মেঘে বজ্রপাত – কবি সুভাষ মেট্রো (Kavi Subhash) অর্থাৎ গড়িয়া (New Garia) স্টেশন সংলগ্ন বাসিন্দাদের এখন ঠিক এমনই অবস্থা। পিলারে ফাটল দেখা যাওয়ায়, আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। স্টেশন সংস্কারের কারণে আগামী ৯ মাস বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার এই অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। এর ফলে নিউ গড়িয়া ও আশপাশের এলাকাগুলোর যাত্রীদের চরম ভোগান্তি শুরু হয়েছে। অনেকেই যাতায়াতে অতিরিক্ত সময় ও খরচের মুখোমুখি হচ্ছেন।

এই পরিস্থিতি মোকাবিলায় যাত্রীদের স্বস্তি দিতে রাজ্য পরিবহণ দপ্তর (West Bengal Transport Department) চালু করছে শাটল বাস পরিষেবা। সোমবার (আজ থেকে) শুরু হচ্ছে কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম (Shahid Khudiram) পর্যন্ত শাটল বাস পরিষেবা। অফিস টাইমকে লক্ষ্য রেখে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত চলবে ৩২ সিটের এই বাস। একমুখী ভাড়া নির্ধারিত হয়েছে মাত্র ১০ টাকা।

আগে মাত্র ১০ মিনিটে হেঁটে বা রিকশায় কবি সুভাষ স্টেশনে পৌঁছে যাওয়া যেত, তারপর সেখান থেকে মেট্রো ধরেই দ্রুত কর্মস্থলে পৌঁছানো সম্ভব হতো। কিন্তু এখন তাঁদের শহিদ ক্ষুদিরাম পৌঁছতে প্রায় ৪০ মিনিট সময় লাগছে। এর পাশাপাশি অটো ভাড়া ও সময়, দুটোই বেড়েছে।দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চল ক্যানিং, জয়নগর, ডায়মন্ডহারবার থেকে বহু মানুষ নিউ গড়িয়া ও পাঁচপোতায় ভাড়া বাড়িতে থাকেন শুধুমাত্র মেট্রোর সুবিধার জন্য। কিন্তু এখন অনেকেই খরচ বাঁচাতে মেট্রো এড়িয়ে বাইপাস ধরে সরাসরি বাসে যাত্রা করছেন। এই দীর্ঘসময় ধরে যাত্রীদের যাতায়াত সহজ করতে রাজ্য পরিবহণ দপ্তরের এই শাটল পরিষেবা কিছুটা হলেও স্বস্তি দেবে এলাকার অসংখ্য যাত্রীকে।

মেট্রো রেল (Kolkata Metro) সূত্রে জানা গিয়েছে, স্টেশন বন্ধের প্রভাব পড়েছে গোটা নেটওয়ার্কে। মেট্রোর দৈনিক যাত্রীসংখ্যা ২৫-৩০ হাজার পর্যন্ত কমে গিয়েছে। সাধারণ দিনে যেখানে প্রায় ৫.৫ থেকে ৬ লাখ যাত্রী মেট্রোতে যাতায়াত করেন, গত তিন দিন সেই সংখ্যা ৫.৫ লাখের নীচে নেমে গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen