বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ তকমা দিল্লি পুলিশের, প্রতিবাদে সরব জনপ্রিয় ক্যুইজ মাস্টার-লেখক সিদ্ধার্থ বসু

সম্প্রতি দিল্লী পুলিশের এক সরকারি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ তকমা দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের এহেন মন্তব্যে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে।

August 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১২:০০: সম্প্রতি দিল্লী পুলিশের এক সরকারি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ তকমা দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের এহেন মন্তব্যে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে।

এই ঘটনায় প্রথম থেকেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে বিজেপির বাঙালি বিরোধী রাজনীতিরই হিসাবেই দেখছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin), চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে গায়ক রূপম ইসলাম সব মহল থেকেই প্রতিবাদের ঢেউ উঠছে। প্রতিবাদে সরব হয়েছেন জনপ্রিয় ক্যুইজ মাস্টার, লেখক, সঞ্চালক সিদ্ধার্থ বসু।

X হ্যান্ডেলে সিদ্ধার্থ বসু লিখছেন, “শুধু হাস্যকরই নয়, এটিই দেখিয়ে দেয় সরকারি কাজকর্মের অন্দরে অন্যায় কতটা জঘন্যভাবে প্রবেশ করেছে। অন্যান্য রাজ্যে শ্রমিক শ্রেণির বাঙালিদের অবৈধ অভিবাসী হিসেবে দাগিয়ে দেওয়া এবং তাদের আটক করা ভাষাগত বিদ্বেষকে আরও বাড়িয়ে দেওয়া এবং একটি জনপ্রিয় রাজ্য সরকারকে ভয় দেখানোর চেষ্টা।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen