রাজ্যসভার অধিবেশন মঙ্গলবার অবধি মুলতুবি, লোকসভায় SIR নিয়ে বিক্ষোভ বিরোধীদের
শুক্রবার বিরোধী INDIA ব্লকের নেতারা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিহারে SIR নিয়ে আলোচনার জন্য একটি যৌথ চিঠি জমা দিয়েছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.২৫: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদনের পর রাজ্যসভা আজকের দিনের জন্য মুলতবি করা হয়েছে। অধিবেশন শুরুর পর এক মিনিট নীরবতা পালন করা হয়। বিরোধীদের বিক্ষোভের পর লোকসভাও দুপুর ২টা পর্যন্ত মুলতবি রাখা হয়।
SIR নিয়ে আলোচনার জন্য বিরোধীদের ঐক্যবদ্ধ দাবি ক্ষমতাসীন জোটের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় সংসদে অব্যাহত অচলাবস্থার মধ্যে সরকার সোমবার (৪ আগস্ট, ২০২৫) লোকসভায় একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া বিল পাসের জন্য চাপ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। বৈঠকের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, সংসদে বিহার SIR নিয়ে হট্টগোলের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার বিরোধী INDIA ব্লকের নেতারা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিহারে SIR নিয়ে আলোচনার জন্য একটি যৌথ চিঠি জমা দিয়েছেন।
পহেলগাম সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিন্দুর নিয়ে উভয় কক্ষে দুই দিনের আলোচনা ছাড়া, ২১শে জুলাই বর্ষা অধিবেশন শুরু হওয়ার পর থেকে সংসদীয় কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে কারণ বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বিরোধী দলগুলির তীব্র প্রতিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে।