Kolkata: কলকাতার হাওয়া সবচেয়ে নির্মল, দেশে প্রথম স্থান CSE-র সমীক্ষায়

মোট ১,৫৫০ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, কলকাতায় ৭৯১ দিন অর্থাৎ অধিকাংশ সময়ই বাতাসের মান ‘অত্যন্ত ভালো’ ও ‘সন্তোষজনক’ পর্যায় ছিল।

August 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Kolkata's air is the cleanest, ranked first in the country, according to CSE survey
Kolkata’s air is the cleanest, ranked first in the country, according to CSE survey

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের (CSE) সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে, ভারতের প্রধান ছ’টি মহানগরীর (metropolis) মধ্যে কলকাতার (Kolkata) বায়ুর গুণমান সবচেয়ে ভালো। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত মোট ১,৫৫০ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, কলকাতায় ৭৯১ দিন অর্থাৎ অধিকাংশ সময়ই বাতাসের মান ‘অত্যন্ত ভালো’ (very good) ও ‘সন্তোষজনক’ (satisfactory) পর্যায় ছিল।

সমীক্ষা অনুযায়ী, এই সময়কালে কলকাতায় ৩৬৮ দিন বাতাসের গুণমান ‘অত্যন্ত ভালো’ এবং ৪২৩ দিন ‘সন্তোষজনক’ রেকর্ড করা হয়েছে। মাত্র ২৩১ দিন বায়ু ছিল ‘মাঝারি’ (moderate) পর্যায়ের। আশ্চর্যের বিষয়, এই দীর্ঘ সময়ে একদিনও কলকাতার বাতাস ‘অতিমাত্রায় দূষিত’ (very polluted) স্তরে পৌঁছায়নি।

গবেষণায় আরও দেখা গিয়েছে, কলকাতাবাসী মাত্র ৫১৩ দিন ‘খারাপ’ (poor) এবং ১৫ দিন ‘অত্যন্ত খারাপ’ (very poor) বায়ুর সংস্পর্শে এসেছেন। ফলে অন্যান্য মহানগরীর তুলনায় এখানকার বাসিন্দাদের স্বাস্থ্যের ঝুঁকি তুলনামূলকভাবে কম। বিশেষজ্ঞদের মতে, শহরে সবুজায়নের প্রসার, গণপরিবহনের ব্যবহার বৃদ্ধি এবং সবুজ পরিবহনের প্রসার (Green Public Transport) এই সাফল্যের মূল কারণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen