Bengali Debate: এবার বাংলা ভাষার অপমানের প্রতিবাদ সৃজিতের

তিনি লিখেছেন, “বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করা… দায়িত্বশীলদের (authorities) কাছ থেকে ঠিক এমনই অবজ্ঞা (disrespect) আমি আশা করি।

August 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লী পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে “বাংলাদেশি ভাষা” বলে উল্লেখ করার পর নাগরিকমহলে তীব্র ক্ষোভ জন্মেছে। এই চূড়ান্ত অপমানজনক বিবৃতির বিরুদ্ধে প্রথমে সরব হন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল শিবিরের পাশাপাশি কলাকুশলী ও বুদ্ধিজীবীদের মধ্যেও প্রতিবাদের ঝড় উঠেছে।

এবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) দিল্লী পুলিশের চিঠিটি শেয়ার করে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন, “মূর্খের দল! বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা হয় না। এটি ‘বাংলা’ বা ‘বেঙ্গলি’ (Bengali)। এই ভাষাতেই লেখা হয়েছিল আপনাদের জাতীয় সঙ্গীত (national anthem)!”

তিনি আরও উল্লেখ করেন, ভারতের ২২টি সরকারি ভাষার (official languages) মধ্যে বাংলা অন্যতম। সৃজিতের এই পোস্টে শতাধিক মানুষ সমর্থন জানিয়েছেন।

এর আগেই সামাজিক মাধ্যমে বাংলা ভাষা অবমাননার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী রূপম ইসলাম (Rupam Islam)। দিল্লী পুলিশের এই চিঠি নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়ের (Surojit Chatterjee) মতো শিল্পীরাও। তিনি লিখেছেন, “বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করা… দায়িত্বশীলদের (authorities) কাছ থেকে ঠিক এমনই অবজ্ঞা (disrespect) আমি আশা করি। অবাক হইনি।”

বিজেপি যতই এই ঘটনাকে ভুল বোঝাবুঝি বলুক, বা তাঁদের আইটি প্রধান অমিত মালব্য (Amit Malviya) যতই দাবি করুন যে “বাংলা ভাষা বলে কিছু হয় না” – প্রতিবাদের স্ফুলিঙ্গ এখন ছড়িয়ে পড়ছে, যা দাবানল হওয়ার অপেক্ষায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen