SIR নিয়ে উদ্বেগের মাঝে বিহার যেন চিড়িয়াখানা
এক আবেদনে দেখা গেল নাম “কাউয়া”, বাবার নাম কাউয়া সিং, মা ময়না সিং! দিনকয়েক আগে “ডগ বাবু” নামে নামে সার্টিফিকেট ইস্যু হয়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৪০: বিহারের SIR নিয়ে এই মুহূর্তে যখন রাজ্য রাজনীতি উত্তাল তখন সেখান থেকে উঠে আসছে বেশ কিছু কাকতালীয় খবর। সেখানে পশুপাখিরা ও এখন নাগরিকত্বের সার্টিফিকেট চাইতে শুরু করেছে।
বিহারের খাগাড়িয়া জেলার চৌঠাম ব্লকে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য – সেখানে Residence Certificate এর জন্য অনলাইনে আবেদন করছেন শ্রী রাম, মা সীতা, এমনকি কাক পর্যন্ত!
একটি আবেদনে নাম “শ্রী রাম”, বাবার নাম দশরথ, মা কৌশল্যা, গ্রাম অযোধ্যা, আর ছবি হিসেবে ভগবান রামেরই ছবি! ঠিক একইভাবে “মা সীতা”-র আবেদনেও বাবার নাম জনক, মা সুনয়না, আর মোবাইল নম্বর—৯৯৯৯৯৯৯৯৯৯!
রয়েছে আরও চমক—এক আবেদনে দেখা গেল নাম “কাউয়া”, বাবার নাম কাউয়া সিং, মা ময়না সিং, আর ছবি হিসেবে একটি কাকের মুখ!
জেলা প্রশাসন এসব আবেদন বাতিল করে অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। তথ্যের অপব্যবহার রুখতে নজরদারি প্রক্রিয়া আরও কঠোর করা হবে। তাদের দাবি, সরকারি প্রকল্পকে ব্যঙ্গ করতেই এসব ভুয়ো আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, দিনকয়েক আগেই “ডগ বাবু” নামে একটি কুকুরের নামে সার্টিফিকেট ইস্যু হয়, পরে তা বাতিল হয়। অন্যদিকে, পূর্ব চম্পারনে এক আবেদনকারী নাম দিয়েছেন “সোনালিকা ট্রাক্টর”, তার বাবার নাম স্বরাজ ট্রাক্টর, ছবিতে রয়েছেন অভিনেত্রী মোনালিসা!