মহিলা সাংসদের হার ছিনতাইয়ের পর লালকেল্লায় বোমা? শাহের পুলিশের ভূমিকায় প্রশ্ন
মক ড্রিলে লালকেল্লার নিরাপত্তায় এমন অব্যবস্থা নজরে আসার পর রিপোর্ট যায় শীর্ষস্তরে। নিরাপত্তার দায়িত্বে থাকা ৭ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৫৫: সোমবার মহিলা সাংসদের হার ছিনতাইয়ের পর মঙ্গলবার নকল বোমা উদ্ধার হল লালকেল্লা চত্বরে। খোদ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন যেখান থেকে, সেই চত্বরেই মিলল বোমা। যদিও তা ছিল নকল। কড়া নিরাপত্তার মোড়া লালকেল্লায় বোমা পড়ে থাকলেও গা করল না দিল্লি পুলিশ। এই ঘটনার কথা সামনে আসতেই নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৭ পুলিশকর্মীকে। উল্লেখ্য, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে কাজ করে।
স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার নিরাপত্তা খতিয়ে দেখতে মক ড্রিলের আয়োজন করা হয়েছিল। মক ড্রিলের অংশ হিসাবে সাদা পোশাকে জঙ্গিদের প্রবেশ করানোর কথা ছিল লালকেল্লায়। ছিল নকল বোমার ব্যবস্থাও। লালকেল্লার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বোকা বানিয়ে সেখানে প্রবেশ করে ‘নকল জঙ্গি’ দল। মেটাল ডিটেক্টরকে টপকে বোমা সহ ঢুকে পড়ে জঙ্গির বেশে থাকা সাদা পোশাকের নিরাপত্তা আধিকারিকরা। লালকেল্লার মধ্যে নকল বোমা রাখা হলেও তার কোনও খোঁজ পায়নি সেখানে থাকা নিরাপত্তাবাহিনী।
মক ড্রিলে লালকেল্লার নিরাপত্তায় এমন অব্যবস্থা নজরে আসার পর রিপোর্ট যায় শীর্ষস্তরে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা ৭ পুলিশকর্মীকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়। উল্লেখ্য, ১৫ আগস্ট লালকেল্লার মঞ্চ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। নিরাপত্তার কড়াকড়ি থাকে। সেখানেই নকল বোমা নিয়ে সাজানো জঙ্গির প্রবেশের ঘটনায় স্তম্ভিত ওয়াকিবহাল মহল!