GST সংগ্রহে রেকর্ড বাংলার, বার্ষিক বৃদ্ধি ১২ শতাংশ! উচ্ছ্বসিত মমতা

২০২৫ সালের জুলাই মাসে রাজ্যে মোট ৫,৮৯৫ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে এই আদায় ছিল ৫,২৫৭ কোটি টাকা।

August 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Bengal sets record in GST collection
Bengal sets record in GST collection

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৫৫: বাংলায় জিএসটি (GST) সংগ্রহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে রাজ্যে মোট ৫,৮৯৫ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২% বেশি। ২০২৪ সালের জুলাইয়ে এই আদায় ছিল ৫,২৫৭ কোটি টাকা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর X হ্যান্ডেলে এই তথ্য দিয়ে লিখেছেন, “জুলাই পর্যন্ত বাংলায় জিএসটি রাজস্বে ক্রমবর্ধমান প্রবৃদ্ধি (cumulative growth rate) ৭.৭১%। ব্যবসা-বাণিজ্য ও ভোক্তা চাহিদা (consumer demand) বাড়ার ফলে এই উন্নতি ঘটেছে, যা রাজ্যের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত।”

জিএসটি সংগ্রহ বৃদ্ধি প্রমাণ করে বাংলায় শিল্প, বাণিজ্য ও ভোগ্যপণ্যের চাহিদা বাড়ছে। অর্থনীতিবিদরা মনে করছেন, রাজ্য সরকারের নীতি ও বিনিয়োগ বান্ধব পরিবেশ এই সাফল্যের পিছনে মূল ভূমিকা পালন করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen