Ram Rahim: আবার প্যারোলে মুক্ত ধর্ষক রাম রহিম! ১৪তম বার জেল থেকে ছাড়
এর আগে এপ্রিল মাসে তিনি ২১ দিনের ফারলো (furlough) পেয়েছিলেন। মোট হিসেবে, এই পর্যন্ত তিনি ৩২৬ দিন জেলের বাইরে কাটিয়েছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৩০: ধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডিত ডেরা সাচা সৌদা (Dera Sacha Sauda) প্রধান গুরমিত রাম রহিম সিং (Gurmeet Ram Rahim Singh) ৪০ দিনের প্যারোল (parole) পেয়ে মঙ্গলবার রোহতকের সুনারিয়া জেল (Sunaria Jail) থেকে মুক্তি পেয়েছেন। সকালেই তিনি নিজের কনভয় (cavalcade) নিয়ে সিরসায় তাঁর সংগঠনের হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দেন।
এটি রাম রহিম সিংয়ের জেলবন্দির পর ১৪তম বারের অস্থায়ী মুক্তি (temporary release)। এর আগে এপ্রিল মাসে তিনি ২১ দিনের ফারলো (furlough) পেয়েছিলেন। মোট হিসেবে, এই পর্যন্ত তিনি ৩২৬ দিন জেলের বাইরে কাটিয়েছেন।
এই নিয়মিত প্যারোল নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, “বিজেপি (BJP) সরকারের আমলে কেন ধর্ষক ও হত্যাকারীরা বারবার মুক্তি পাচ্ছে?” সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে, কারণ উচ্চপ্রভাবশালী (high-profile) আসামিরা কীভাবে এত সহজে প্যারোলে বের হতে পারছেন?
২০১৭ সালে দু’জন নারী সদস্যার ধর্ষণের দায়ে রাম রহিম সিংয়ের ২০ বছরের সাজা হয়। ২০২১ সালে এক সাংবাদিক হত্যার মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ড (life imprisonment) পান। কিন্তু বিজেপি-সমর্থিত এই গুরু বারবার জেল থেকে বেরিয়ে জনসমক্ষে ইভেন্ট (public events) আয়োজন করছেন, যা বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলছে।