হায়দরাবাদি বিরিয়ানি নয়, কঠোর অনুশীলন সিরাজের ভালো খেলার টনিক!

সিরাজের ইংল্যান্ডে এই অসাধারণ পারফরম্যান্সের পেছনে রয়েছে কঠোর অনুশীলন, মানসিক দৃঢ়তা এবং ফিটনেসের প্রতি অদম্যচেষ্টা।

August 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৯: ওভালে পঞ্চম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ভারতীয় ক্রিকেট দলের নায়ক হয়ে উঠেছেন মহম্মদ সিরাজ। ওভালে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে জয় এনে দিয়েছেন ভারতকে, সিরিজ ২-২ সমতায় ফেরে ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হওয়া সিরাজ দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের ‘সাপোর্টিং পেসার’ হিসেবে পরিচিত ছিলেন। তবে এই সিরিজের পরে তিনি প্রমাণ করলেন, তিনি এখন ভারতের বোলিং আক্রমণের মেরুদণ্ড।

সিরাজের বোলিং শুধুই পরিসংখ্যানের খাতায় সীমাবদ্ধ নয়। এই সিরিজে তিনিই একমাত্র পেসার যিনি পাঁচটি টেস্টই খেলেছেন, বল হাতে ১,১১৩টি ডেলিভারি করেছেন — যা একপ্রকার আইপিএলের ৪৭টি ম্যাচে করা বলের সমান! সিরাজের ইংল্যান্ডে এই অসাধারণ পারফরম্যান্সের পেছনে রয়েছে কঠোর অনুশীলন, মানসিক দৃঢ়তা এবং ফিটনেসের প্রতি অদম্যচেষ্টা।

হায়দরাবাদের ছেলে সিরাজ, কিন্তু নিজের শহরের বিখ্যাত হায়দরাবাদি বিরিয়ানির লোভ সামলাতে পারেন খুব সহজেই। তাঁর বাবা মহম্মদ ইসমাইল জানিয়েছেন, “ও খুব ডিসিপ্লিন্ড। বাইরের খাবার তো দূরের কথা, বিরিয়ানিও বাড়িতে তৈরি না হলে খায় না। জাঙ্ক ফুড বা পিজ্জার ধারেকাছেও যায় না।”

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা সিরাজের মনোবল ভেঙে দেয়নি ,বরং তাঁকে আরও দৃঢ় করে তুলেছে। তাঁর প্রতিদিনের রুটিনে ছিল সকাল ও সন্ধ্যায় শুধু কঠোর অনুশীলন, ফিটনেসে মনোযোগ, এবং নিজের দুর্বলতা গুলিকে চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নিরন্তর প্রচেষ্টা।

শেষ উইকেট তুলে নিয়ে সিরিজ সমতা ফেরানোর পর ওভালের আকাশজুড়ে শুধু একটাই নাম ছিল তা হলো মহম্মদ সিরাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen