Jammu & Kashmir: জম্মু-কাশ্মীরের রাজ্যত্ব পুনরুদ্ধারের আবেদন, সুপ্রিম কোর্টের শুনানি ৮ই আগস্ট

শঙ্করনারায়ণন বলেন, “এই মামলার তারিখ ৮ই আগস্ট দেখানো হয়েছে। দয়া করে এটি বাদ দেবেন না।” আদালত এটিকে কজলিস্ট (causelist) থেকে সরাবে না বলে জানায়।

August 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৭: জম্মু-কাশ্মীরের রাজ্যত্ব (statehood) পুনরুদ্ধারের জন্য একটি আবেদন নিয়ে আগামী ৮ই আগস্ট সুপ্রিম কোর্টে শুনানি হবে। আজ সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্করনারায়ণন এই বিষয়টি প্রধান বিচারপতি (CJI) বি.আর. গাভাইয়ের বেঞ্চের সামনে উত্থাপন করেন।

শঙ্করনারায়ণন বলেন, “এই মামলার তারিখ ৮ই আগস্ট দেখানো হয়েছে। দয়া করে এটি বাদ দেবেন না।” আদালত এটিকে কজলিস্ট (causelist) থেকে সরাবে না বলে জানায়।

কলেজ শিক্ষক জাহুর আহমেদ ভাট ও জনৈক খুরশিদ আহমেদ মালিকের দায়ের করা এই আবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজ্যত্ব ফিরিয়ে না দেওয়ায় সেখানকার নাগরিকদের অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সোমবার বলেন, চলতি সংসদ অধিবেশনে কেন্দ্রশাসিত অঞ্চলটির জন্য “কিছু ইতিবাচক” সিদ্ধান্ত আসতে পারে, তবে তা আগামীকাল হবে না।

তবে আবদুল্লাহ স্পষ্ট করেন যে, দিল্লীর কোনো ব্যক্তি বা কর্তাব্যক্তির সঙ্গে তার আলোচনা বা কথোপকথন হয়নি এবং এটি তিনি তাঁর “অন্তর্দৃষ্টি” (gut feeling) থেকেই বলছেন।

২০১৯ সালের ৫ই আগস্ট ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে – জম্মু-কাশ্মীর ও লাদাখ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen